ফরিদগঞ্জে পেশিশক্তির জোরে যাতায়াতের রাস্তা বন্ধ: অবরুদ্ধ পরিবার

মো. সোহেল রানা, চাঁদপুর প্রতিনিধি:
চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলায় পৈত্রিক সম্পত্তির বিরোধকে কেন্দ্র করে অর্থ ও পেশিশক্তির দাপটে একটি পরিবারের একমাত্র চলাচলের রাস্তা বাঁশের বেড়া দিয়ে বন্ধ করে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এতে গত ৩-৪ দিন ধরে মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারটি। রাস্তা বন্ধ থাকায় পরিবারের সদস্যরা শৌচাগার ও পুকুর ব্যবহার করতে পারছেন না, এমনকি শিশুদের স্কুলে যাওয়াও বন্ধ হয়ে গেছে।
ঘটনাটি ঘটেছে উপজেলার ৪নং সুবিধপুর পশ্চিম ইউনিয়নের ৩নং ওয়ার্ডের বড়গাঁও গ্রামের দৌলারবাড়ীতে। ভুক্তভোগী মো. সাখাওয়াত হোছাইন ও মো. আইউব গংদের অভিযোগ, তাদের জেঠাতো ভাই আব্দুল মান্নান গং জোরপূর্বক এই কাজ করেছেন।
সরেজমিন চিত্র ও ভুক্তভোগীদের অভিযোগ:
সরেজমিনে জানা যায়, মো. সাখাওয়াত হোছাইন ও আব্দুল মান্নান সম্পর্কে চাচাতো-জেঠাতো ভাই। সাখাওয়াত হোছাইনের পরিবার দীর্ঘ প্রায় ৬০ বছর ধরে তাদের পৈত্রিক সম্পত্তি ভোগদখল করে আসছেন। সম্প্রতি আব্দুল মান্নান গং ওই সম্পত্তিতে তাদের অংশ রয়েছে বলে দাবি করেন। এ নিয়ে স্থানীয়ভাবে সালিশ ও জমি পরিমাপ (সার্ভে) করা হয়। তবে সার্ভে নিয়ে সাখাওয়াত হোছাইন আপত্তি জানালে, গত ১১ জানুয়ারি আব্দুল মান্নান গং জোরপূর্বক বাঁশের শক্ত বেড়া দিয়ে চলাচলের রাস্তা বন্ধ করে দেন।
অবরুদ্ধ মো. সাখাওয়াত হোছাইন বলেন, “আমরা পৈত্রিকসূত্রে দীর্ঘ ৮০-৯০ বছর ধরে এই সম্পত্তি ভোগদখল করছি। হঠাৎ তারা এসেই ভাগ দাবি করে এবং জোর করে আমাদের রাস্তা বন্ধ করে দেয়। প্রতিবাদ করলে তারা আমাদের প্রাণে মেরে ফেলার হুমকি দিচ্ছে। তাদের টাকা ও পেশিশক্তির ভয়ে এলাকার কেউ কথা বলার সাহস পায় না। সাংবাদিকদের বিষয়টি জানানোয় সাখায়াতকে দেশীয় অস্ত্র নিয়ে মারতে তেড়ে আসে প্রতিপক্ষ আব্দুল মান্নান। জীবনের নিরাপত্তা চেয়ে আমি থানায় জিডি করার প্রস্তুতি নিচ্ছি।”
সাখাওয়াতের বড় ভাই মো. আইউব বলেন, “তাদের দাবি অনুযায়ী তারা জমি পেতেই পারেন, কিন্তু চূড়ান্ত ফয়সালা না হওয়া পর্যন্ত আমাদের দীর্ঘদিনের চলাচলের রাস্তা বন্ধ করে দেওয়া অমানবিক। তাদের শক্তির কাছে আমরা নিরুপায়।”
গৃহবধূ হাছিনা বেগম আক্ষেপ করে বলেন, “রাস্তা বন্ধ থাকায় আমরা ছোট ছোট ছেলে-মেয়ে নিয়ে অবরুদ্ধ অবস্থায় আছি। শৌচাগারে পর্যন্ত যেতে পারছি না।” পরিবারের ২য় শ্রেণির শিক্ষার্থী আব্দুর রহমান (৭) জানায়, “বেড়া দেওয়ার কারণে আমি স্কুলে যেতে পারছি না। আমাদের অনেক কষ্ট হচ্ছে।”
অভিযুক্তের বক্তব্য:
অভিযোগের বিষয়ে জানতে চাইলে প্রতিপক্ষ আব্দুল মান্নান বলেন, “আমরা পৈত্রিক ও ক্রয় সূত্রে ওই সম্পত্তির মালিক। সার্ভেয়ারের মাধ্যমে বিষয়টি সমাধান করেই আমরা সীমানা বেড়া দিয়েছি।”
জনপ্রতিনিধির বক্তব্য:
এ বিষয়ে স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্য (৩নং ওয়ার্ড) ওবায়েদ বলেন, “উভয় পক্ষের মধ্যে পৈত্রিক সম্পত্তি নিয়ে বিরোধ দীর্ঘদিনের। প্রায় ৫০ বছর ধরে ওই জায়গা সাখাওয়াত গংদের দখলে ছিল। তিন মাস আগে মাপজরিপ হয়, তবে সম্প্রতি বেড়া দেওয়ার পর সাখাওয়াত পক্ষ মাপ নিয়ে আপত্তি তুলেছে।”
ভুক্তভোগী পরিবারটি অবিলম্বে প্রশাসনের হস্তক্ষেপ এবং রাস্তাটি উন্মুক্ত করে স্বাভাবিক জীবনযাপনের সুযোগ করে দেওয়ার জন্য জোর দাবি জানিয়েছেন।



