
মুহম্মদ তরিকুল ইসলাম, পঞ্চগড় প্রতিনিধিঃ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ এ জনগণের অংশগ্রহন নিশ্চিতকল্পে পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার বুড়াবুড়ি ইউনিয়নে কৃষি অফিস কর্তৃক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৪ জানুয়ারি) বিকেলে উপজেলা কৃষি সম্প্রসারণ কার্যালয়ের আয়োজনে উপজেলার ৫নং বুড়াবুড়ি ইউনিয়নের আইয়ুব উল হক বালিকা উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে এ অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য রাখেন উপজেলা কৃষি সস্প্রসারণ কর্মকর্তা মো. জীবন ইসলাম। তিনি বলেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ এ সরকার এবার হ্যাঁ ভোট ও না ভোট গ্রহনের প্রস্তুতি নিয়েছেন। এই হ্যাঁ ও না ভোটের বিষয়ে আলোচনা করেন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন উপসহকারী কৃষি কর্মকর্তা এনামুল হক, উপসহকারী কৃষি কর্মকর্তা মোজাম্মেল হক, ইউনিয়ন বিএনপির সভাপতি মো. বসির আলম, বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইউনিয়ন সভাপতি মাওলানা ইমরান চৌধুরী, ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য মিজানুর রহমান প্রমূখ। এছাড়াও উক্ত অবহিতকরণ সভায় এলাকার অসংখ্য সাধারন জনগণ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।



