কর্ণফুলী টানেল চেকপোস্টে ৭১০০ পিস ইয়াবাসহ একজন গ্রেফতার

মুহাম্মদ জুবাইর
চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) বন্দর বিভাগের উপ-পুলিশ কমিশনার মোঃ আমিরুল ইসলামের সার্বিক দিকনির্দেশনায় কর্ণফুলী থানার একটি চৌকস টিম মাদকবিরোধী অভিযানে ৭১০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ একজনকে গ্রেফতার করেছে।
অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (বন্দর) মোঃ নাজিম উদ্দিন এবং সহকারী পুলিশ কমিশনার (কর্ণফুলী জোন) জামাল উদ্দিন চৌধুরীর তত্ত্বাবধানে অভিযানটি পরিচালিত হয়।
পুলিশ জানায়, বৃহস্পতিবার (১৫ জানুয়ারি ২০২৬) কর্ণফুলী থানাধীন কর্ণফুলী টানেলের সামনে পাকা সড়কে টানেল চেকপোস্ট ডিউটির সময় এসআই (নিঃ) ইমরান ফয়সালের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স সন্দেহভাজন এক যুবককে আটক করে। পরবর্তীতে তার হেফাজত থেকে ৭১০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত আসামীর নাম আজিজুর রহমান (২১)। সে টেকনাফ থানার হ্নীলা এলাকার বাসিন্দা। তার পিতা মোঃ ইব্রাহীম খলিল এবং মাতা ফেরদৌস বেগম।
এ ঘটনায় কর্ণফুলী থানায় মামলা নং-২৪, তারিখ ১৫/০১/২০২৬ ইং, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(১) সারণীর ১০(গ) ধারায় মামলা রুজু করা হয়েছে।
গ্রেফতারকৃত আসামীকে যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
পুলিশ জানায়, মাদক নির্মূলে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।



