আইন-শৃঙ্খলা

কোতোয়ালী থানা পুলিশের চেকপোস্টে হামলা: ৩ আসামি গ্রেফতার

মুহাম্মদ জুবাইর

চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) কোতোয়ালী থানা পুলিশের ওপর হামলা ও কর্তব্যে বাধা দেওয়ার ঘটনায় তিনজনকে গ্রেফতার করা হয়েছে।

কোতোয়ালী থানায় কর্মরত এসআই (নিরস্ত্র) মো. সোহরাব হোসেন ১৪ জানুয়ারি ২০২৬ রাত ৮টা থেকে ১৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত কোতোয়ালী থানাধীন কাজীর দেউরী মোড়ের চেকপোস্ট-২১২-এ ডিউটিতে নিয়োজিত ছিলেন। এ সময় আলী আজগর নাগারিয়া ওরফে আলী (২২), হোসাইন সেলিম কাকাজিওয়ালা (২৪), কুতুব উদ্দিন সেলিম কাকাজিওয়ালা (১৯)সহ অজ্ঞাতনামা আরও ৩–৪ জন ব্যক্তি চেকপোস্টে কর্তব্যরত পুলিশের কাজে বাধা প্রদান করে এবং তাদের ওপর হামলা চালায়। এতে পুলিশ সদস্যরা সাধারণ ও গুরুতর জখম হন।

ঘটনার পর কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ মো. আফতাব উদ্দিনের নেতৃত্বে এসআই মো. সোহরাব হোসেন ও রাত্রীকালীন রোমিও-২১ টিম বিশেষ অভিযান পরিচালনা করে ঘটনার সঙ্গে জড়িত তিনজনকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃতরা হলেন
১) আলী আজগর নাগারিয়া ওরফে আলী (২২)
২) হোসাইন সেলিম কাকাজিওয়ালা (২৪)
৩) কুতুব উদ্দিন সেলিম কাকাজিওয়ালা (১৯)

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে কোতোয়ালী থানার মামলা নং-২৯, তারিখ ১৫/০১/২০২৬ খ্রি., ধারা ১৪৩/১৮৬/৩৩২/৩৩৩/৩৫৩/৩০৭/৫০৬/৩৪ পেনাল কোডে মামলা দায়ের করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button