
মুহাম্মদ জুবাইর
মানবিক কার্যক্রম জোরদার ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা
আঞ্জুমান মুফিদুল ইসলাম, চট্টগ্রাম-এর নির্বাহী কমিটির এক গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার (১৫ জানুয়ারি ২০২৬ খ্রি.) দামপাড়াস্থ পুলিশ লাইন্সে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) সদর দপ্তরের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কমিশনার এবং আঞ্জুমান মুফিদুল ইসলাম, চট্টগ্রাম-এর সভাপতি জনাব হাসিব আজিজ, বিপিএম।
সভা শুরুর পূর্বে সংগঠনের নির্বাহী সদস্য ও টেকনিক্যাল উপ-কমিটির চেয়ারম্যান মরহুম প্রকৌশলী মোহাম্মদ আসাদ উল্লাহ’র মৃত্যুতে গভীর শোক প্রকাশ করা হয়। তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয় এবং শোক প্রস্তাব সর্বসম্মতিক্রমে গৃহীত হয়।
সভায় বক্তারা মরহুম প্রকৌশলী আসাদ উল্লাহ’র মানবিক ও সংগঠনিক অবদানের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।
সভায় সংগঠনের চলমান কার্যক্রম পর্যালোচনা করা হয় এবং ভবিষ্যতে মানবিক ও সেবামূলক কর্মসূচি আরও সম্প্রসারণের বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। বিশেষ করে দরিদ্র ও অসহায় মানুষের কল্যাণে আঞ্জুমান মুফিদুল ইসলামের ঐতিহ্যবাহী কার্যক্রম আরও গতিশীল করার ওপর গুরুত্বারোপ করা হয়।
সভায় আঞ্জুমান মুফিদুল ইসলাম, চট্টগ্রামের বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাস্তবায়নের বিষয়ে আলোচনা করা হয়। পাশাপাশি চট্টগ্রামে একটি ভোকেশনাল ট্রেনিং ইনস্টিটিউট প্রতিষ্ঠার লক্ষ্যে একটি স্টিয়ারিং কমিটি গঠন করার সিদ্ধান্ত গৃহীত হয়। এই উদ্যোগের মাধ্যমে দক্ষ জনশক্তি তৈরির পাশাপাশি বেকার যুবকদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।
সভায় উপস্থিত ছিলেনএম এ মালেক, সিনিয়র সহ-সভাপতি ও সম্পাদক, দৈনিক আজাদী;চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) এবং অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত (প্রশাসন ও অর্থ) জনাব ওয়াহিদুল হক চৌধুরী অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস্) মুহাম্মদ ফয়সাল আহম্মেদ;উপ-পুলিশ কমিশনার (সদর)মোঃ ফেরদৌস আলী চৌধুরী, বিপিএম (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) মোহাম্মদ ইউসুফ সর্দার, সহ-সভাপতি;অধ্যাপক কাজী শাহাদাত হোসেন, সাধারণ সম্পাদক;নজমুল হক চৌধুরী, কোষাধ্যক্ষ মোরশেদুল আলম কাদেরী, সহ-সাধারণ সম্পাদক;কাজী মোঃ আশেকে এলাহীসহ সিএমপি’র ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
সভা শেষে সভাপতি জনাব হাসিব আজিজ, বিপিএম বলেন,“মানবতার সেবায় আঞ্জুমান মুফিদুল ইসলাম যে ঐতিহাসিক ভূমিকা রেখে চলেছে, তা আরও শক্তিশালী ও যুগোপযোগী করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।



