সিএমপি কমিশনারের ওপেন হাউজ ডে’তে সেবাপ্রত্যাশীদের সরাসরি অভিযোগ গ্রহণ ও তাৎক্ষণিক সমাধান

মুহাম্মদ জুবাইর
নগরবাসীর সঙ্গে সরাসরি যোগাযোগ ও জনসেবাকে আরও গতিশীল করতে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে অনুষ্ঠিত হলো পূর্বঘোষিত ‘ওপেন হাউজ ডে’।অদ্য ২০ জানুয়ারি ২০২৬ ইং বিকাল ৩টা থেকে ৫টা পর্যন্ত দামপাড়াস্থ চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ সম্মেলন কক্ষে এ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

ওপেন হাউজ ডে’তে উপস্থিত সেবাপ্রত্যাশীদের বক্তব্য মনোযোগসহকারে শোনেন সিএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) ও অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত (অর্থ ও প্রশাসন) ওয়াহিদুল হক চৌধুরী মহোদয়। তিনি নগরবাসীর বিভিন্ন অভিযোগ, সমস্যা ও প্রস্তাব গ্রহণ করেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণের জন্য প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।
এ সময় বেশ কয়েকজন সেবাপ্রত্যাশী তাৎক্ষণিক সমাধান পেয়ে সন্তোষ প্রকাশ করেন এবং অতিরিক্ত পুলিশ কমিশনার মহোদয়কে ধন্যবাদ জ্ঞাপন করেন। নগরবাসীর কাছে পুলিশের এই সরাসরি সেবা উদ্যোগ প্রশংসিত হয়।
ওপেন হাউজ ডে’তে আরও উপস্থিত ছিলেন সিএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস্) মুহাম্মদ ফয়সল আহম্মেদ; উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) হোসাইন মোহাম্মদ কবির ভূইয়া (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত); উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক-উত্তর)
নেছার উদ্দিন আহম্মেদ পিপিএম (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত)সহ সিএমপি’র অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
সেবাপ্রত্যাশী সম্মানিত নগরবাসীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে ওপেন হাউজ ডে একটি কার্যকর ও ফলপ্রসূ উদ্যোগে পরিণত হয়। পুলিশের সঙ্গে সাধারণ মানুষের এই সরাসরি সংযোগ নগরীর আইনশৃঙ্খলা ও জনসেবার মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেন।



