
সাভার প্রতিনিধি:
সাভারের আমিনবাজার বোরদেশী এলাকায় হেমায়েতপুর আর্মি ক্যাম্পের নিয়মিত টহল চলাকালে মাদকসহ এক মাদক কারবারিকে আটক করেছে সেনাবাহিনী ।
গত ১৭ জানুয়ারি ২০২৬ তারিখ রাত আনুমানিক ১৯০০ ঘটিকায় হেমায়েতপুর আর্মি ক্যাম্পের একটি নিয়মিত টহল দল আমিনবাজার বোরদেশী এলাকায় নিয়মিত টহল কার্যক্রম পরিচালনা করছিল। এ সময় বোরদেশী মফিদ-ই-আম স্কুল প্রাঙ্গণ অতিক্রমকালে টহল দল কয়েকজন ব্যক্তিকে ইয়াবা সেবন ও বিক্রয় কার্যক্রমে লিপ্ত অবস্থায় দেখতে পায়।
এসময় টহল দল ঘটনাস্থল থেকে ১০ পিস ইয়াবা ট্যাবলেট, ৭,৪৫০ টাকা নগদ (ইয়াবা বিক্রির টাকা বলে ধারণা করা হচ্ছে), ২টি মোবাইল ফোন, ছিনতাইয়ে ব্যবহৃত ২টি ছুরি, মাদক সেবনে ব্যবহৃত ১টি সিরিঞ্জ এবং ২টি এফেড্রিন (ইনজেকশনযোগ্য মাদক) সহ একজন ব্যক্তিকে আটক করে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি ইয়াবা বিক্রয় ও মাদক কারবারের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করে। আটক ব্যক্তির নাম মোঃ আপন ইসলাম আগুন (২৬), পিতা: শামসুল হক, ঠিকানা: বোরদেশী পশ্চিমপাড়া, আমিনবাজার।
পরবর্তীতে আটক ব্যক্তি এবং উদ্ধারকৃত মাদক, অস্ত্র, মোবাইল ফোন ও নগদ অর্থ আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সাভার মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। এমতাবস্থায় এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।



