ভূজপুর থানার বিশেষ অভিযানে ৯টি দেশীয় তৈরি একনলা বন্দুক উদ্ধার

মুহাম্মদ জুবাইর
চট্টগ্রাম জেলা ফটিকছড়ির ভূজপুর থানার বিশেষ অভিযানে বিপুল পরিমাণ অবৈধ আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে পুলিশ।গোপন সংবাদের ভিত্তিতে আজ ভূজপুর থানা পুলিশের একটি আভিযানিক টিম সুয়াবিল ইউনিয়নের ৪নং ওয়ার্ডের অন্তর্গত বারোমাসিয়া চা বাগান এলাকায় অবৈধ অস্ত্র উদ্ধারে বিশেষ অভিযান পরিচালনা করে।
অভিযানকালে রাত আনুমানিক ২টার দিকে বারোমাসিয়া চা বাগানের টি.কে. সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে আনুমানিক ৫০০ গজ পেছনে চা বাগানের গভীর জঙ্গলের ভেতর অজ্ঞাতনামা দুষ্কৃতিকারীদের রেখে যাওয়া দুইটি বস্তার সন্ধান পাওয়া যায়।পরে বস্তাগুলো তল্লাশি করে ভেতর থেকে সর্বমোট ৯টি দেশীয় তৈরি একনলা বন্দুক উদ্ধার করা হয়। উদ্ধারকৃত আগ্নেয়াস্ত্রসমূহ যথাযথ আইনানুগ প্রক্রিয়ায় জব্দ করা হয়েছে।
পুলিশের প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে,অজ্ঞাতনামা দুষ্কৃতিকারীরা আধিপত্য বিস্তারসহ বিভিন্ন অপরাধমূলক ও সন্ত্রাসী কর্মকাণ্ড সংঘটনের উদ্দেশ্যে এসব আগ্নেয়াস্ত্র গোপনে মজুদ করে রেখেছিল।
এ ঘটনায় সংশ্লিষ্ট অজ্ঞাতনামা দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে অস্ত্র আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে।পাশাপাশি তাদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।



