অভিযানচট্টগ্রামদুর্নীতি

চকবাজারে ভেজালবিরোধী অভিযান: মিষ্টিমুখ সুইটস কারখানাকে দেড় লাখ টাকা জরিমানা

মুহাম্মদ জুবাইর

জনস্বার্থে নিরাপদ খাদ্য নিশ্চিত করতে চট্টগ্রাম নগরীর চকবাজার এলাকায় জোরদার ভেজালবিরোধী অভিযান পরিচালনা করা হয়েছে।আজ মঙ্গলবার ২০ জানুয়ারি ২০২৬ ইং সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব সোনিয়া হক-এর নেতৃত্বে চটেশ্বরী রোডস্থ ‘মিষ্টিমুখ সুইটস কারখানা’-তে মোবাইল কোর্ট পরিচালিত হয়।

অভিযানকালে কারখানাটিতে মানব স্বাস্থ্যের জন্য চরম ক্ষতিকর ও অস্বাস্থ্যকর পরিবেশে অনিবন্ধিতভাবে নিম্নমানের খাদ্যপণ্য উৎপাদনের প্রমাণ পাওয়া যায়।এ ছাড়া মেয়াদোত্তীর্ণ ও পঁচা-বাশি খাদ্যপণ্য সংরক্ষণ, খাদ্যপণ্যের মোড়কীকরণে নির্ধারিত বিধি অনুসরণ না করা, অসম্পূর্ণ ও বিভ্রান্তিকর লেভেলিংসহ নানাবিধ গুরুতর অসঙ্গতি পরিলক্ষিত হয়।

এসব অপরাধের দায়ে নিরাপদ খাদ্য আইন,২০১৩ এর ৩৯ ধারার বিধান অনুযায়ী প্রতিষ্ঠানটির মালিকপক্ষকে এক লাখ পঞ্চাশ হাজার টাকা (১,৫০,০০০) অর্থদণ্ড প্রদান করা হয় এবং তাৎক্ষণিকভাবে জরিমানার অর্থ আদায় করা হয়।

মোবাইল কোর্ট পরিচালনায় সার্বিক সহযোগিতা প্রদান করেন বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের জেলা ও মেট্রোপলিটন কার্যালয়, চট্টগ্রামের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, চট্টগ্রাম সিটি করপোরেশনের স্যানিটারি ইন্সপেক্টর এবং চকবাজার থানা,সিএমপি, চট্টগ্রামের একটি চৌকস পুলিশ টিম।

প্রশাসন জানিয়েছে, জনস্বাস্থ্য রক্ষায় এবং ভোক্তাদের নিরাপদ খাদ্য নিশ্চিত করতে এ ধরনের ভেজালবিরোধী অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে। ভোক্তাদের জীবন ও স্বাস্থ্য নিয়ে কোনো ধরনের আপস করা হবে না বলেও হুঁশিয়ারি উচ্চারণ করা হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button