জলসিঁড়ি আবাসন প্রকল্পে আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউটের ভিত্তিপ্রস্তর স্থাপন

নিজস্ব প্রতিবেদকঃ ঢাকা, ২০ জানুয়ারি ২০২৬ (মঙ্গলবার): রাজধানীর জলসিঁড়ি আবাসন প্রকল্প এলাকায় আজ আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউট (Army International Islamic Institute A Triple I) এর ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। সম্মানিত সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, এসবিপি, ওএসপি, এসজিপি, পিএসসি আনুষ্ঠানিকভাবে এ ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।
অনুষ্ঠানে সেনাসদর ও লজিস্টিকস এরিয়ার ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।এ সময় সেনাবাহিনী প্রধান বলেন, বাংলাদেশ সেনাবাহিনী পরিচালিত বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ইতোমধ্যে জাতীয় শিক্ষা ব্যবস্থাকে শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তবে বর্তমান প্রেক্ষাপটে আধুনিক একাডেমিক শিক্ষার পাশাপাশি মূল্যবোধভিত্তিক ও নৈতিক শিক্ষার সমন্বয় আরও জোরদার করা প্রয়োজন।
এই লক্ষ্যকে সামনে রেখে নৈতিকতা, শৃঙ্খলা ও একাডেমিক উৎকর্ষের সমন্বয়ে একটি মানসম্মত শিক্ষা ব্যবস্থা প্রণয়নের নির্দেশনা প্রদান করেন সেনাবাহিনী প্রধান।তারই ধারাবাহিকতায় আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউট A Triple I এর ধারণা প্রণীত হয়।
বাংলাদেশ সেনাবাহিনীর প্রথম ‘A Triple I’এর একাডেমিক কার্যক্রম চলতি বছরের জুলাই মাস থেকে জলসিঁড়ি আবাসন প্রকল্প এলাকায় শুরু হওয়ার কথা রয়েছে। একই সঙ্গে চট্টগ্রামে A Triple I প্রতিষ্ঠার নির্মাণকাজও বর্তমানে প্রক্রিয়াধীন রয়েছে। পর্যায়ক্রমে এই শিক্ষা উদ্যোগ বাংলাদেশ সেনাবাহিনীর অন্যান্য ফরমেশন এলাকাতেও সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে বলে জানানো হয়।
এই প্রতিষ্ঠানটির মাধ্যমে আধুনিক শিক্ষা, নৈতিক মূল্যবোধ ও আন্তর্জাতিক মানের শিক্ষাব্যবস্থার সমন্বয়ে ভবিষ্যৎ প্রজন্ম গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।



