অন্যান্যআইন ও বিচারচট্টগ্রামচট্টগ্রাম বিভাগবাংলাদেশ

সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি শহিদুল ইসলাম প্রকাশ বাপ্পি’কে গ্রেফতার করেছে র‌্যাব-৭

এম এ মান্নান: ফেনী জেলার ফেনী সদর থানা এলাকার অপহরণ ও ধর্ষণ মামলার ১৪ বছরের সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি শহিদুল ইসলাম প্রকাশ বাপ্পি’কে গ্রেফতার করেছে র‌্যাব-৭, চট্টগ্রাম।

র‌্যাব-৭, চট্টগ্রাম গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, ফেনী জেলার ফেনী সদর থানার মামলা নং- নারী ও শিশু-১৮৫/২০১২, ধারাঃ নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধিত/০৩) এর ৭,  অপহরণ ও ধর্ষণ মামলার ১৪ বছরের সশ্রম কারাদণ্ড সহ ১,০০০০০/-(এক লক্ষ) টাকা অর্থদন্ড ও অনাদায়ে ০৬ মাসের বিনাশ্রম কারাদণ্ডে দন্ডিত সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি শহিদুল ইসলাম প্রকাশ বাপ্পি ফেনী জেলার সদর থানা এলাকায় অবস্থান করছে। উক্ত তথ্যের ভিত্তিতে গত ২৩ জানুয়ারি ২০২৬ইং তারিখ আনুমানিক ১৭১৫ ঘটিকায় র‌্যাব-৭, চট্টগ্রাম এর একটি আভিযানিক দল ফেনী জেলার সদর থানাধীন উত্তর চারিপুরস্থ মৌলভী বাড়িতে অভিযান পরিচালানা করে বর্ণিত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি শহিদুল ইসলাম প্রকাশ বাপ্পি(২৭), পিতা-আব্দুল হক মোয়াজ্জিন, সাং-উত্তর চাড়ীপুর, থানা-ফেনী সদর, জেলা- ফেনী’কে গ্রেফতার করতে সক্ষম হয়।

গ্রেফতারকৃত আসামি সংক্রান্তে পরর্বতী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে তাকে ফেনী জেলার ফেনী সদর থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button