মুরাদনগরে খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

ইয়াছিন আহমেদ
বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিকেলে উপজেলার নবীপুর পূর্ব ইউনিয়নের ১নং ওয়ার্ড বিএনপির আয়োজনে গুঞ্জর উত্তরপাড়া বড় মসজিদ মাঠে এই দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়
সাবেক ছাত্রনেতা ও চায়না বিএনপি’র যুগ্ম আহ্বায়ক আশরাফুল ইসলাম ওয়ালীর ব্যবস্থাপনা ও সঞ্চানলায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপি মনোনীত প্রার্থী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদের ছোট ভাই কুমিল্লা উত্তর জেলা বিএনপির সদস্য কাজী শাহ আরফিন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাজ্বী ইদ্রিস, উপজেলা বিএনপির সদস্য সোহেল আহমেদ বাবু, কুমিল্লা উত্তর জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক চঞ্চল রায়হান, সহ-সভাপতি শরীফ হোসেন খান, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক খাইরুল হাসান,
ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ইউসুফ হোসেন খান,উপজেলা জাসাসের আহ্বায়ক আবু বক্কর সিদ্দিক, , ইউনিয়ন বিএনপির সভাপতি রুহুল আমিন তুহিন, সাধারণ সম্পাদক এডভোকেট হাসান মাহমুদ, সিনিয়র সহ-সভাপতি ডাঃ শফিক সরকার, উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক ওমর ফারুক সোহাগ, উপজেলা সেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক হেলাল উদ্দিন, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রায়হান উদ্দিন,উপজেলা যুবদলের আহ্বায়ক সদস্য সাইফুল সরকার
এসময় আরও উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপি নেতা মজিবুর রহমান, কবির আহমেদ, মমিন মিয়া, জহিরুল ইসলাম, আসাদুর রহমান সুমন, মোবারক হোসেন জুয়েল, ওমর ফারুক মোল্লা, হাবিবুর রহমান, জিলানি, সাইফুলসহ নবীপুর পূর্ব ইউনিয়ন বিএনপি সকল অঙ্গ ও সহযোগী সংগঠন ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এসময় আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাত করেন গুঞ্জর উত্তর পাড়া বড় জামে মসজিদের ইমাম মাওলানা রাকিবুল ইসলাম।



