নির্বাচনরাজনীতি

স্বতন্ত্র প্রার্থী এম.এ হান্নানের চমক, হাজার হাজার নেতা-কর্মীর চিংড়ি স্লোগানে প্রকম্পিত চাঁদপুরের ফরিদগঞ্জ-৪ আসন

মোঃ সোহেল রানা

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুরের ফরিদগঞ্জ-৪ আসনের চিংড়ি মার্কা প্রতীকের স্বতন্ত্র প্রার্থী এম. এ. হান্নানের সমর্থনে হাজার হাজার নেতা-কর্মী বিশাল শোডাউন ও সমাবেশ করেছে।

বৃহস্পতিবার (২২ জানুয়ারী) বিকেল ৪টায় শোডাউনটি ফরিদগঞ্জ বাসস্ট্যান্ড হতে শুরু উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন করে পুনরায় বাসস্ট্যান্ডে মিলিত হয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। শোডাউন ও সমাবেশে হাজার হাজার নেতা-কর্মী স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে।

শোডাউন পরবর্তী সমাবেশে বক্তারা বলেন, আমরা জনগণকে সাথে নিয়ে আগামী নির্বাচনে চিংড়ি মার্কার জয় নিশ্চিত করবো। কোনো রক্তচক্ষু আমাদের দাবিয়ে রাখতে পারবে না। এম.এ হান্নানকে দল থেকে বহিষ্কার করে আমাদের মন ভাঙা যাবে না। ফরিদগঞ্জে আগামীর উন্নয়নের রুপকার এম.এ হান্নানের চিংড়ি মার্কার বিজয় কেউ ঠেকাতে পারবে না ইনশাআল্লাহ। বহিষ্কারকে আমরা গলার মালা হিসেবে মনে করে সামনে এগিয়ে যাবো।

পরে উপজেলার বাসস্ট্যান্ডে এসে শোডাউন ও গণমিছিলের সমাপ্তি ঘোষণা করা হয়।
এসময় নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক সাবেক মেয়র মঞ্জিল, ডা: আবুল কালাম আজাদ, আমজাদ হোসেন শিপন, নজরুল ইসলাম নজু পাটওয়ারী, আমানত গাজী, জাহাঙ্গীর আলম টিপুসহ উপজেলা ইউনিয়ন ওয়ার্ড হতে আগত যুবদল স্বেচ্ছাসেবকদল ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের শতশত নেতৃবৃন্দ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button