আইন-শৃঙ্খলারাজনীতি

জয় বাংলার পেছনে ছুটলেন ওসি মনির হোসেন

নিজস্ব প্রতিবেদকঃ চকরিয়া থানার সামনে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা, উত্তেজনার মধ্যে দুই কিশোরসহ আটক ৬

কক্সবাজারের চকরিয়া থানার সামনে ব্যাটারিচালিত অটোরিকশায় এসে হঠাৎ ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে এলাকায় অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টার অভিযোগে দুই কিশোরসহ ছয়জনকে আটক করেছে পুলিশ।এ ঘটনায় থানার সামনে ও আশপাশের এলাকায় কিছু সময়ের জন্য উত্তেজনা ছড়িয়ে পড়ে।

শুক্রবার (২৩ জানুয়ারি) বিকেল সাড়ে ৪টার দিকে চকরিয়া উপজেলা পরিষদ সড়কে থানার মূল ফটকের সামনে এই ঘটনা ঘটে।পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে তাৎক্ষণিকভাবে পুলিশ সক্রিয় হলে বড় ধরনের অপ্রীতিকর ঘটনা এড়ানো সম্ভব হয়।

পুলিশ জানায়,আটকরা হলেন মো. মারুফ (২০), মো. সাজ্জাদ (১৯), শোয়াইব (২২), মো. মারুফ (১৭), ওমর ফারুক (১৮) ও রাফি (১৬)। এদের মধ্যে দুজন অপ্রাপ্তবয়স্ক বলে নিশ্চিত করেছে পুলিশ।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে,শুক্রবার বিকেলে একটি ব্যাটারিচালিত অটোরিকশায় করে কয়েকজন কিশোর ও তরুণ চকরিয়া থানার সামনে এসে হঠাৎ উচ্চস্বরে ‘জয় বাংলা’ স্লোগান দিতে শুরু করে।এ সময় থানার সামনে অবস্থানরত সাধারণ মানুষ ও পথচারীরা বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করেন এবং তাদের এমন আচরণ থেকে বিরত থাকতে অনুরোধ জানান।তবে তারা কারও নিষেধ না মেনে বারবার স্লোগান দিতে থাকলে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।

প্রত্যক্ষদর্শীরা জানান,পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে উঠছিল এবং যে কোনো সময় বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হতে পারত।এমন অবস্থায় খবর পেয়ে চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. মনির হোসেন নিজেই ঘটনাস্থলে ছুটে যান এবং অটোরিকশাটির পেছনে ধাওয়া দেন।পরে অটোরিকশাসহ প্রথমে দুই কিশোরকে আটক করা হয়। এরপর অভিযান চালিয়ে আরও চারজনকে আটক করে পুলিশ।

পুলিশের একটি সূত্র জানায়,আটক ব্যক্তিরা ছদ্মবেশে থানার সামনে এসে পরিকল্পিতভাবে স্লোগান দিয়ে উত্তেজনা সৃষ্টির চেষ্টা করছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে,তারা উদ্দেশ্যপ্রণোদিতভাবে এলাকায় বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছিল।

চকরিয়া থানার ওসি মো. মনির হোসেন বলেন,একটি ব্যাটারিচালিত অটোরিকশায় করে কয়েকজন ব্যক্তি থানার সামনে এসে ‘জয় বাংলা’স্লোগান দিয়ে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির অপচেষ্টা চালাচ্ছিল।তাৎক্ষণিকভাবে বিষয়টি আমাদের নজরে আসে।দ্রুত ব্যবস্থা নিয়ে অটোরিকশাসহ ছয়জনকে আটক করা হয়েছে।

তিনি আরও বলেন,আটকদের পরিচয় যাচাই-বাছাই করা হচ্ছে।তাদের উদ্দেশ্য,কারা এর সঙ্গে জড়িত এবং পেছনে কোনো ইন্ধন রয়েছে কি না এসব বিষয়ে তদন্ত চলছে। তদন্ত শেষে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

ঘটনার পর থানার আশপাশের এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। বর্তমানে পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে পুলিশ।আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে নজরদারি জোরদার করা হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button