হাটহাজারীতে মাইক্রোবাসের ধাক্কায় যুবকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদকঃ চট্টগ্রামের হাটহাজারীতে যাত্রীবাহী মাইক্রোবাসের ধাক্কায় মো. আবু নাঈম সিদ্দিকী (২২) নামের এক প্রতিবন্ধী যুবক নিহত হয়েছেন। দুর্ঘটনার পর গুরুতর আহত অবস্থায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হলে শুক্রবার (২৩ জানুয়ারি) দিবাগত রাত আনুমানিক ২টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত আবু নাঈম সিদ্দিকী হাটহাজারী উপজেলার ধলই ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডস্থ পূর্ব হাধুরখীল গ্রামের লুৎফুর রহমান সারাং বাড়ির বাসিন্দা।তিনি বীর মুক্তিযোদ্ধা ও সাবেক সেনাসদস্য মনির আহমদের পুত্র। শনিবার সকালে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ সদস্য নিহতের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার রাত আনুমানিক ১০টার দিকে বান্দরবান জেলার লামা থেকে ছেড়ে আসা যাত্রীবাহী একটি মাইক্রোবাস (চট্ট মেট্রো চ-১১-৫৬২৩)ফটিকছড়ির মাইজভান্ডার শরীফের উদ্দেশ্যে যাচ্ছিল। পথিমধ্যে চট্টগ্রাম-খাগড়াছড়ি আঞ্চলিক মহাসড়কের হাটহাজারী উপজেলার ধলই ইউনিয়নের কাটিরহাট বাজারের দক্ষিণে শাহজাহান শাহ (রহ.)মাজার গেট এলাকায় পৌঁছালে মাইক্রোবাসটি সড়ক পারাপারের সময় আবু নাঈম সিদ্দিকীকে ধাক্কা দেয়।
এতে ঘটনাস্থলেই তিনি গুরুতর আহত হন।প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্ঘটনার পর আশপাশের লোকজন দ্রুত ছুটে এসে তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গভীর রাতে তার মৃত্যু হয়।
সংশ্লিষ্ট ইউপি সদস্য শেখ মোহাম্মদ নুরুল আমিন জানান, নিহত আবু নাঈম শারীরিক প্রতিবন্ধী ছিলেন।তার অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। শনিবার সকালে পূর্ব হাধুরখীল জামে মসজিদ মাঠে তার জানাজা নামাজ অনুষ্ঠিত হবে।পরে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।
এ বিষয়ে নাজিরহাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাহাবুদ্দিন জানান,দুর্ঘটনা ঘটিয়ে মাইক্রোবাসটির চালক দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।তবে দুর্ঘটনাকবলিত মাইক্রোবাসটি জব্দ করে হাইওয়ে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।এ ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
নিহতের পরিবার দ্রুত চালককে শনাক্ত ও গ্রেপ্তারের দাবি জানিয়েছে। একই সঙ্গে স্থানীয়রা ওই এলাকায় সড়ক নিরাপত্তা জোরদার ও দুর্ঘটনা প্রতিরোধে কার্যকর ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছেন।



