অন্যান্য

চবি কেন্দ্রে রাবির ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন

নিজস্ব প্রতিবেদকঃ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিজনেস স্টাডিজ অনুষদভুক্ত ও ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (আইবিএ) এর ‘বি’ ইউনিটের ২০২৫/২০২৬ শিক্ষাবর্ষের বিবিএ প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা চট্টগ্রাম অঞ্চলের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রে শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে।

শনিবার (২৪ জানুয়ারি ২০২৬) বেলা ১১টা থেকে বেলা ১২টা পর্যন্ত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।পরীক্ষা চলাকালে সকাল ১১টায় কেন্দ্র পরিদর্শন করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার। এ সময় তাঁর সঙ্গে ছিলেন মাননীয় উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান এবং মাননীয় উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. মোঃ কামাল উদ্দিন।
পরিদর্শন শেষে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার সন্তোষ প্রকাশ করে বলেন, অত্যন্ত সুশৃঙ্খল ও শান্তিপূর্ণ পরিবেশে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রে অনুষ্ঠিত হয়েছে। ভর্তি পরীক্ষাকে কেন্দ্র করে নিরাপত্তা ব্যবস্থা জোরদারসহ যাবতীয় প্রশাসনিক ও কারিগরি প্রস্তুতি সম্পন্ন করা হয়েছিল। ফলে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই সুষ্ঠুভাবে পরীক্ষা সম্পন্ন হয়েছে।

তিনি আরও বলেন, ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সম্মানিত শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী, চট্টগ্রাম জেলা প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সরকারি বিভিন্ন গোয়েন্দা সংস্থা, হাটহাজারী উপজেলা প্রশাসন, ট্রাফিক প্রশাসন, রেলওয়ে প্রশাসন, সড়ক ও জনপথ বিভাগ, বিদ্যুৎ উন্নয়ন বোর্ড, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ, ভর্তিচ্ছু শিক্ষার্থীদের অভিভাবকসহ ভর্তি পরীক্ষার সঙ্গে সংশ্লিষ্ট সকলের প্রতি তিনি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেন।
এ সময় উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ‘বি’ ইউনিটের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রের প্রধান সমন্বয়কারী ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ তৈয়ব চৌধুরী। এছাড়া উপস্থিত ছিলেন রাবি ‘বি’ ইউনিটের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত প্রতিনিধি ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফাইন্যান্স বিভাগের প্রফেসর ড. এ.এইচ.এম. জিয়াউল হক, মার্কেটিং বিভাগের প্রফেসর ড. মো. ফরিদুল ইসলাম এবং হিসাব বিজ্ঞান ও তথ্য ব্যবস্থা বিভাগের প্রভাষক মো. নাহিদ উদ্দিন।

এ ছাড়াও উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিনবৃন্দ, রেজিস্ট্রার, প্রক্টর ও সহকারী প্রক্টরবৃন্দ, ছাত্র-ছাত্রী পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক, শিক্ষক সমিতির নেতৃবৃন্দ, আইসিটি সেলের পরিচালক, বরিষ্ঠ শিক্ষকবৃন্দ, সংশ্লিষ্ট কর্মকর্তারা এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রের প্রধান সমন্বয়কারী ও ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ তৈয়ব চৌধুরী জানান, ২০২৫/২০২৬ শিক্ষাবর্ষের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রে অত্যন্ত সুশৃঙ্খল ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। তিনি বলেন, এ কেন্দ্রে মোট ৩ হাজার ৩২ জন পরীক্ষার্থীর মধ্যে উপস্থিত ছিলেন ২ হাজার ৪৬৬ জন।
উল্লেখ্য, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিজনেস স্টাডিজ অনুষদ ও আইবিএতে ভর্তির জন্য দেশের বিভিন্ন অঞ্চল থেকে শিক্ষার্থীরা এই পরীক্ষায় অংশ নেন।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রটি চট্টগ্রাম অঞ্চলের পরীক্ষার্থীদের জন্য অন্যতম গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে দায়িত্ব পালন করে আসছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button