
মুহাম্মদ জুবাইর
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত ‘1st IERDC Nationals-2026’ জাতীয় বিতর্ক প্রতিযোগিতা
যুক্তি ও তর্কের নিয়মিত চর্চার মাধ্যমে শিক্ষার্থীদের চিন্তাশক্তি, বিশ্লেষণী ক্ষমতা এবং মননশীলতা বিকশিত হয় এমন অভিমত ব্যক্ত করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. মোঃ কামাল উদ্দিন। তিনি বলেন,প্রাচীন গ্রিক দার্শনিক প্লেটোর Republic গ্রন্থে উল্লিখিত থিসিস ও এন্টি-থিসিসের ধারাবাহিক অনুশীলনের মধ্য দিয়েই একজন শিক্ষার্থী ধীরে ধীরে বুদ্ধিবৃত্তিক পরিপক্বতায় পৌঁছায়।যুক্তির এই চর্চা কেবল বিতর্ক মঞ্চেই নয়, বাস্তব জীবনেও সঠিক সিদ্ধান্ত গ্রহণে সহায়ক ভূমিকা রাখে।
.
শনিবার (২৪ জানুয়ারি ২০২৬) বিকালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মেরিন সায়েন্সেস অ্যান্ড ফিশারিজ অনুষদ অডিটোরিয়ামে ইনস্টিটিউট অব এডুকেশন অ্যান্ড রিসার্চ (IER) ডিবেটিং ক্লাবের আয়োজনে দুই দিনব্যাপী জাতীয় বিতর্ক প্রতিযোগিতা ‘1st IERDC Nationals-2026’ এর ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। একই সঙ্গে তিনি সফল ও সুশৃঙ্খল আয়োজনের জন্য আয়োজক কমিটিকে আন্তরিক ধন্যবাদ জানান।
আইইআর ডিবেটিং ক্লাবের মডারেটর এবং শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক মোহাম্মদ আমির উদ্দিন-এর সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওশানোগ্রাফি বিভাগের প্রফেসর ড. মোহাম্মদ মোসলেম উদ্দিন। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রক্টর প্রফেসর ড. হোসেন শহীদ সরওয়ার্দী এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (চাকসু) সাধারণ সম্পাদক সাঈদ বিন হাবিব।
এ সময় উপস্থিত ছিলেন চাকসুর অন্যান্য প্রতিনিধিবৃন্দ, আইইআরডিসির সাবেক সেক্রেটারি আহনাফ সাদাফ, আয়োজক কমিটির সদস্যবৃন্দসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও আমন্ত্রিত অতিথিরা
এশিয়ান পার্লামেন্টারি বাংলা ফরম্যাটে আয়োজিত এই জাতীয় বিতর্ক প্রতিযোগিতায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় পর্যায়ের সেরা বিতার্কিকরা অংশগ্রহণ করেন। আন্তঃস্কুল পর্যায়ে ১৪টি দল এবং আন্তঃবিশ্ববিদ্যালয় পর্যায়ে ২০টি দল প্রতিযোগিতায় অংশ নেয়। পাহাড়ঘেরা নৈসর্গিক পরিবেশ ও শীতের হিমেল আবহে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণ দুই দিনব্যাপী যুক্তি, বিশ্লেষণ ও বুদ্ধিবৃত্তিক প্রতিযোগিতার এক উৎসবমুখর পরিবেশে পরিণত হয়।
প্রতিযোগিতার ফলাফলে আন্তঃস্কুল পর্যায়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে বাংলাদেশ মহিলা সমিতি বালিকা উচ্চ বিদ্যালয় এবং রানার্সআপ হয় আগ্রাবাদ বালিকা উচ্চ বিদ্যালয়। এ পর্বে ডিবেটার অব দ্য ফাইনাল নির্বাচিত হন সরকার দলীয় প্রধানমন্ত্রী।
আন্তঃকলেজ পর্যায়ে চ্যাম্পিয়ন হয় হাজেরা তজু ডিগ্রি কলেজ এবং রানার্সআপ হয় বাকলিয়া সরকারি কলেজ। এই পর্বেও ডিবেটার অব দ্য ফাইনাল নির্বাচিত হন সরকার দলীয় প্রধানমন্ত্রী।
অপরদিকে আন্তঃবিশ্ববিদ্যালয় পর্যায়ে চ্যাম্পিয়ন হওয়ার কৃতিত্ব অর্জন করে Debaters of Chittagong University এবং রানার্সআপ হয় নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। এ পর্বে ডিবেটার অব দ্য ফাইনাল নির্বাচিত হন আরাফাত ইসলাম রিফাত (সরকার দলীয় মন্ত্রী)।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে বিজয়ী ও অংশগ্রহণকারী দলগুলোর মাঝে ট্রফি, ক্রেস্ট ও সনদপত্র বিতরণ করা হয়। বক্তারা বলেন, এ ধরনের জাতীয় পর্যায়ের বিতর্ক প্রতিযোগিতা শিক্ষার্থীদের মুক্তচিন্তা, যুক্তিনির্ভর মনোভাব ও নেতৃত্বগুণ বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
জাতীয় বিতর্ক প্রতিযোগিতা ‘1st IERDC Nationals-2026’ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বুদ্ধিবৃত্তিক চর্চা ও যুক্তির সংস্কৃতিকে আরও সমৃদ্ধ করবে বলে আশাবাদ ব্যক্ত করেন আয়োজক ও অতিথিবৃন্দ।



