নির্বাচনরাজনীতি

তারেক রহমানের জনসভাস্থলে দুর্ধর্ষ চুরি

মুহাম্মদ জুবাইর

কঠোর নিরাপত্তার মধ্যেও চুরি!তারেক রহমানের জনসভাস্থল থেকে উধাও ১৮ মাইক ইউনিট

কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্যেও চট্টগ্রামের পলোগ্রাউন্ড এলাকায় বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের জনসভাস্থলের আশপাশ থেকে সাউন্ড সিস্টেমের গুরুত্বপূর্ণ মালামাল চুরির ঘটনা ঘটেছে।এ ঘটনায় নিরাপত্তা ব্যবস্থা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে।

চট্টগ্রাম,২৫ জানুয়ারি ২০২৬ (রোববার)বিএনপির বহুল আলোচিত জনসমাবেশকে কেন্দ্র করে কঠোর নিরাপত্তার বলয় তৈরি করা হলেও পলোগ্রাউন্ড মাঠ এলাকা থেকে ১৮টি মাইক ইউনিট ও পাঁচটি কয়েল তার চুরি হয়েছে।চুরি হওয়া এসব মালামালের আনুমানিক মূল্য দুই লাখ ১২ হাজার ৫০০ টাকা।এ ঘটনায় রোববার সকালে কোতোয়ালী থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে সাউন্ড সরঞ্জাম সরবরাহকারী প্রতিষ্ঠান ঢাকা রাজ সাউন্ড সিস্টেম।

অভিযোগে উল্লেখ করা হয়,বিএনপির জনসমাবেশে ব্যবহারের জন্য পলোগ্রাউন্ড মাঠে স্থাপন করা সাউন্ড সিস্টেমের মালামাল শনিবার দিবাগত রাত আনুমানিক ২টা থেকে রোববার ভোর ৪টার মধ্যে চুরি হয়।ওই সময় অজ্ঞাত ব্যক্তি বা ব্যক্তিরা ১৮টি মাইক ইউনিট ও পাঁচটি কয়েল তার নিয়ে যায়।

ঢাকা রাজ সাউন্ড সিস্টেমের স্টাফ আবদুর রাজ্জাক জানান,গত শুক্রবার থেকেই জনসমাবেশের প্রস্তুতি হিসেবে প্রায় ২০০টি মাইক বিভিন্ন স্থানে স্থাপন করা হয়েছিল। শনিবার রাতে এক দফা লাইন পরীক্ষা শেষে তারা স্থান ত্যাগ করেন।নিরাপত্তার জন্য রাস্তায় দুইজন কর্মী টহলে ছিলেন।রোববার সকালে পুনরায় মাইক পরীক্ষা করতে গিয়ে ১৮টি মাইক ইউনিট ও পাঁচ কয়েল তার না পাওয়ার বিষয়টি ধরা পড়ে।

তিনি আরও জানান,চুরি হওয়া মাইকগুলো সমাবেশস্থলের গেটের বাইরে সড়কের বৈদ্যুতিক খুঁটির সঙ্গে প্রায় ১৫ থেকে ১৬ ফুট উচ্চতায় স্থাপন করা ছিল।বিষয়টি বিএনপি নেতাদের জানানো হলে তারা থানায় লিখিত অভিযোগ করার পরামর্শ দেন।

পলোগ্রাউন্ডে জনসমাবেশ ঘিরে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের নেতৃত্বে পুলিশ,র‍্যাব ও গোয়েন্দা সংস্থার সদস্যদের সমন্বয়ে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়। নিরাপত্তা নিশ্চিতে ড্রোন উড়ানোসহ অস্ত্র,বিস্ফোরক,দাহ্য পদার্থ,লাঠি,ধারালো অস্ত্র এবং ঝুঁকিপূর্ণ যেকোনো বস্তু বহন ও ব্যবহার নিষিদ্ধ করা হয়।এত কড়াকড়ির মধ্যেও চুরির ঘটনা ঘটায় নিরাপত্তা ব্যবস্থার কার্যকারিতা নিয়ে জনমনে প্রশ্ন দেখা দিয়েছে।

চুরির বিষয়ে জানতে কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আফতাব উদ্দিনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি।
উল্লেখ্য,প্রায় দুই দশক পর চট্টগ্রামে রাজনৈতিক সমাবেশে যোগ দেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।রোববার দুপুর ১২টা ২০ মিনিটের দিকে তিনি পলোগ্রাউন্ডের সমাবেশস্থলে পৌঁছে নেতাকর্মীদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং পরে মঞ্চে ওঠেন।এর আগে শনিবার রাত ৮টার দিকে তিনি চট্টগ্রামে পৌঁছান। তার উপস্থিতিকে ঘিরে পলোগ্রাউন্ড এলাকায় বিপুলসংখ্যক নেতাকর্মী ও সমর্থকের সমাগম ঘটে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button