সাংবাদিক কল্যাণ ফোরাম এর উদ্যোগে শীতবস্ত্র ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

হোসনে আরা হীরা (স্টাফ- রিপোর্টার) ঢাকা:
রাজধানীর উত্তরার রানভোলা কাউন্সিল মাঠে আজ সাংবাদিক কল্যাণ ফোরামের উদ্যোগে এক বিশেষ মহতি কর্মসূচি সম্পন্ন হয়েছে। কর্মসূচির মধ্যে ছিল মরহুমা বেগম খালেদা জিয়ার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল এবং সমাজের অসহায় ও শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব হাজী মো: মোস্তফা জামান।
অনুষ্ঠানের বিশেষ দিকসমূহ:
প্রধান বক্তা: মো: আবদুল মান্নান চেয়ারম্যান,সাংবাদিক কল্যাণ ফোরাম তিনি প্রধান মেহমান ও বক্তা হিসেবে এম এ মান্নান বলেন আজকের এই মহতী শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানের সভাপতি, সংগঠনের সকল নেতৃবৃন্দ, মন্ঞে উপস্থিত সুধীজন এবং বিশেষ করে আমার প্রিয় ভাই ও বোনেরা,
আজকের এই আয়োজন সত্যিই প্রশংসার দাবিদার। এই তীব্র শীতে যখন আমাদের অনেক ভাই-বোন কষ্ট পাচ্ছেন, ঠিক তখনই সাংবাদিক কল্যাণ ফোরাম এর তুরাগ থানা কমিটি মানবিক দায়িত্ববোধ থেকে তাদের পাশে দাঁড়িয়েছে। আমি তুরাগ কমিটির সভাপতি সহ সকল সদস্যদের -কে আন্তরিক ধন্যবাদ জানাই এমন একটি মহৎ উদ্যোগ নেওয়ার জন্য।
শীতবস্ত্র বিতরণ শুধু একটি সাহায্য নয়, এটি আমাদের সামাজিক ও নৈতিক দায়িত্বের একটি অংশ। সমাজের সুবিধাবঞ্চিত মানুষের কষ্ট লাঘব করা আমাদের সকলের কর্তব্য। মানবিক ও সামাজিক দায়বদ্ধতা পালনে এমন কাজ খুবই গুরুত্বপূর্ণ। আমি সমাজের বিত্তবানদের প্রতি আহ্বান জানাই, আসুন আমরা সবাই মিলে শীতার্ত মানুষের পাশে দাঁড়াই। এই শীতবস্ত্রগুলো তাদের জন্য শুধু উষ্ণতা নয়, ভালোবাসারও প্রতীক। সাংবাদিক কল্যাণ ফোরাম তুরাগ থানা কমিটি যে কাজটি করেছে, তা অন্য সকলের জন্য অনুপ্রেরণা।
পরিশেষে, এই সাংবাদিক কল্যান ফোরাম তুরাগ কমিটির -এর উত্তরোত্তর সাফল্য কামনা করছি এবং আশা করি, এমন মহৎ কাজ তারা ভবিষ্যতেও অব্যাহত রাখবে। সকলে ভালো থাকবেন। ধন্যবাদ।”
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন: মো: সোহাগ মিয়া (সভাপতি, সাংবাদিক কল্যাণ ফোরাম উত্তরা)।
সঞ্চালনায় ছিলেন: মোছা: শাকিলা শারমিন, মোল্লা নাসির উদ্দিন ,ফাত্তাহুল কবির রকি,নাসরিন সুলতানা হৃদয়,আসমা মল্লিকা,রুনা বড়ুয়া, সফিকুল ইসলাম, সোনিয়া আক্তার,নুর জাহান,শামীমা আক্তার, সাংবাদিক কল্যাণ ফোরাম উত্তরা)
অনুষ্ঠানে বক্তারা বলেন, সাধারণ মানুষের সেবায় এবং অসহায়দের পাশে দাঁড়াতে সাংবাদিকদের এই কল্যাণমুখী ফোরাম সবসময় অগ্রণী ভূমিকা পালন করবে। দোয়া শেষে এলাকার কয়েক’শো শীতার্ত মানুষের হাতে উন্নতমানের কম্বল ও শীতবস্ত্র তুলে দেওয়া হয়। এসময় তুরাগ থানা বিএনপি ও এর অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সোশ্যাল মিডিয়ার জন্য আকর্ষণী
মানুষ মানুষের জন্য। সাংবাদিক কল্যাণ ফোরামের উদ্যোগে আজ উত্তরার রানাভোলায় শীতার্তদের মাঝে উষ্ণতা বিলিয়ে দেওয়ার এক ক্ষুদ্র প্রচেষ্টা। দোয়া ও ভালোবাসায় মিশে থাকুক প্রতিটি আর্তমানবতার সেবা।



