বিসিবি সভাপতির দেশ ছাড়ার গুজব উড়িয়ে মিরপুরে হাজির বুলবুল

নিজস্ব প্রতিবেদকঃ ঢাকা, ২৬ জানুয়ারি: বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের দেশ ছেড়ে অস্ট্রেলিয়া যাওয়ার গুজব ছড়িয়ে পড়েছিল গত রাতে। সামাজিক যোগাযোগমাধ্যমে এ নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়, বিশেষ করে বাংলাদেশের সাম্প্রতিক টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬-এর বিতর্কিত বাদ পড়া এবং ক্রিকেট প্রশাসনের টালমাটাল অবস্থার মধ্যে। অনেকে দাবি করেন, রিটার্ন টিকিট না কেটেই গোপনে দেশ ছেড়েছেন তিনি।
তবে এই গুজব সম্পূর্ণ উড়িয়ে দিয়েছেন বিসিবি সভাপতি নিজেই। সোমবার (২৬ জানুয়ারি) সকাল সাড়ে এগারোটা নাগাদ তিনি মিরপুরের বিসিবি কার্যালয়ে হাজির হন। বিসিবির একাধিক পরিচালক নিশ্চিত করেছেন যে বুলবুল দেশেই আছেন এবং স্বাভাবিকভাবে দায়িত্ব পালন করছেন।
এক সংক্ষিপ্ত প্রতিক্রিয়ায় বুলবুল বলেন,কোথায় আছি দেখছেন না?যা গুজব ছড়ানোর পেছনে কিছু মহলের উদ্দেশ্যমূলক প্রচারণার ইঙ্গিত দিয়েছে।
বিসিবি সূত্র জানিয়েছে, সভাপতি বুলবুল আগামী দিনগুলোতে আইসিসির সঙ্গে যোগাযোগ অব্যাহত রাখবেন এবং ক্রিকেটের স্বার্থে সব ধরনের চেষ্টা চালিয়ে যাবেন।



