
নিজস্ব প্রতিবেদকঃ দুর্নীতি দমন কমিশনের (দুদক)এনফোর্সমেন্ট ইউনিট গতকাল শনিবার (২৫ জানুয়ারি ২০২৬) চারটি পৃথক অভিযোগের বিষয়ে এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করেছে।
এলজিইডিতে অর্থ আত্মসাৎ ও ঘুস বাণিজ্যের অভিযোগস্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)-তে কাজ না করেই বিল উত্তোলনের মাধ্যমে অর্থ আত্মসাৎ এবং ঘুস বাণিজ্যের মাধ্যমে বিপুল পরিমাণ অবৈধ সম্পদ অর্জনের অভিযোগের প্রেক্ষিতে দুদক প্রধান কার্যালয় থেকে একটি অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে সংশ্লিষ্টদের বক্তব্য গ্রহণ করা হয় এবং অভিযোগ সংশ্লিষ্ট অতিরিক্ত প্রধান প্রকৌশলীর কর্মকালীন সময়ে সার্ভেয়ার পদ থেকে উপসহকারী প্রকৌশলী পদে পদোন্নতি, পাশাপাশি বিভিন্ন প্রকল্পে ১ হাজার ১২৫ জন আউটসোর্সিং জনবল নিয়োগ সংক্রান্ত রেকর্ডপত্র সংগ্রহ করা হয়। সংগৃহীত নথি পর্যালোচনা শেষে কমিশন বরাবর বিস্তারিত প্রতিবেদন দাখিল করা হবে।
ইস্টার্ন রিফাইনারিতে প্রায় ১৪ কোটি টাকার তেল গায়েবের অভিযোগইস্টার্ন রিফাইনারি পিএলসিতে ক্রুড অয়েল খালাসের সময় প্রায় পৌনে ১৪ কোটি টাকার তেল গায়েব হওয়ার অভিযোগের প্রেক্ষিতে দুদক চট্টগ্রাম-১ জেলা কার্যালয়ের এনফোর্সমেন্ট টিম বাংলাদেশ শিপিং কর্পোরেশন ও ইস্টার্ন রিফাইনারি পিএলসিতে পৃথক অভিযান চালায়।সংযুক্ত আরব আমিরাত থেকে আগত ‘নরডিক স্কিয়ার’ ও ‘নরডিক ফ্রিডম’ নামের দুটি জাহাজ থেকে তেল খালাসের সময় নেট শর্ট লেন্ডিং সংক্রান্ত বিষয়ে দায়িত্বশীলদের বক্তব্য গ্রহণ করা হলে পরস্পরবিরোধী তথ্য পাওয়া যায়। এ ঘটনায় তেলের পরিমাপ, যৌথ সার্ভে প্রতিবেদনসহ প্রয়োজনীয় নথিপত্র সংগ্রহ করে যাচাই শেষে আইনানুগ ব্যবস্থা গ্রহণের সুপারিশসহ প্রতিবেদন দাখিল করা হবে।
রাজনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাসেবায় অনিয়মমৌলভীবাজারের রাজনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাসেবা প্রদানে দুর্নীতি ও অনিয়মের অভিযোগে হবিগঞ্জ সমন্বিত জেলা কার্যালয় থেকে অভিযান পরিচালনা করা হয়। সরেজমিন পরিদর্শনে দেখা যায়, ৩১ শয্যার স্বাস্থ্য কমপ্লেক্সটি বর্তমানে মাত্র ১৯ শয্যায় কার্যক্রম পরিচালনা করছে।অভিযানকালে তিনজন চিকিৎসক দীর্ঘদিন ধরে অনুমোদিতভাবে কর্মস্থলে অনুপস্থিত থাকার তথ্য পাওয়া যায়। এছাড়া খাবার ব্যবস্থাপনায় অনিয়ম ধরা পড়ে খাবার চার্ট অনুযায়ী মাংস পরিবেশনের কথা থাকলেও রোগীদের নিম্নমানের মাছ পরিবেশন করা হয়। এ বিষয়ে সংশ্লিষ্ট ঠিকাদারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা।
চাঁদপুরে স্কুল ভবন নির্মাণে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগচাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলার ইমামপুর পল্লী মঙ্গল হাই স্কুলে নতুন ভবন নির্মাণকাজে নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহারের অভিযোগে চাঁদপুর সমন্বিত জেলা কার্যালয় থেকে অভিযান পরিচালনা করা হয়।পরিদর্শনকালে স্থানীয়রা ব্যবহৃত ইটের মান নিয়ে অসন্তোষ প্রকাশ করেন। দুদক টিম নির্মাণাধীন ভবন থেকে বিভিন্ন নির্মাণসামগ্রীর নমুনা সংগ্রহ করে। নমুনা ও সংশ্লিষ্ট নথিপত্র পর্যালোচনা শেষে কমিশন বরাবর বিস্তারিত প্রতিবেদন দাখিল করা হবে।



