কক্সবাজারে জাঁকজমকপূর্ণভাবে অনুষ্ঠিত হলো ৪র্থ জাতীয় ফাইটার কারাতে প্রতিযোগিতা ২০২৬: তারকাদের মিলনমেলা

অপরাধ বিচিত্রা ডেস্ক: পর্যটন নগরী কক্সবাজারের কলাতলীতে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়ে গেল ‘৪র্থ জাতীয় ফাইটার কারাতে প্রতিযোগিতা ২০২৬’। বাংলাদেশ ফাইটার কারাতে এসোসিয়েশনের আয়োজনে গত ১৬ ও ১৭ জানুয়ারি ২০২৬, ওস্তাদ জাহাঙ্গীর আলম রিসোর্টে দুই দিনব্যাপী এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

ক্রীড়া ও সংস্কৃতির এক অনন্য মিলনমেলায় পরিণত হওয়া এই আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর কেন্দ্রীয় কমিটির সাবেক তথ্য ও গবেষণা সম্পাদক এবং জাসাস কেন্দ্রীয় কমিটির সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি জনাব রেজাবুদ্দৌলা চৌধুরী।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ ফাইটার কারাতে এসোসিয়েশনের সভাপতি, বাংলাদেশে মার্শাল আর্টের জনক ও ১ম জাতীয় কারাতে কোচ, প্রখ্যাত চিত্রনায়ক ও গ্রান্ডমাস্টার ওস্তাদ জাহাঙ্গীর আলম।

বিশেষ সম্মাননা ও তারকাদের উপস্থিতি: মার্শাল আর্ট ও চলচ্চিত্রে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ এই অনুষ্ঠানে বেশ কয়েকজন গুণী ব্যক্তিত্বকে ‘বিশেষ সম্মাননা পদক’ প্রদান করা হয়। সম্মাননা প্রাপ্তরা হলেন:

- গ্রান্ডমাস্টার ওস্তাদ জাহাঙ্গীর আলম
- জনপ্রিয় চিত্রনায়ক মাসুম পারভেজ রুবেল
- চিত্রনায়িকা রোজিনা
- চিত্রনায়িকা রুমানা ইসলাম মুক্তি
- চিত্রনায়িকা মাসুকা নাসরিন রাকা
প্রতিযোগিতার চালচিত্র: বিএম আশরাফুল ইসলাম ও মোঃ হোসেন মাসুমের সঞ্চালনায় অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় বাংলাদেশের বিভিন্ন জেলা, সংস্থা ও সংগঠন থেকে প্রায় ৩০টি দল এবং ৩০০ জন প্রতিযোগী অংশগ্রহণ করেন।

এর মধ্যে উল্লেখযোগ্য দলগুলোর নেতৃত্বে ছিলেন—ঢাকার বিএম আশরাফুল ইসলাম ও চিত্রনায়ক মাসুম পারভেজ রুবেল, কুমিল্লার নুরে আলম, খুলনার মোহাম্মদ আলী, চট্টগ্রামের মোঃ নাছির উদ্দীন নাসিম ও অজয় মার্শাল আর্ট, সাতক্ষীরার রাজু, নরসিংদীর মজিবুর রহমান ভুঁইয়া এবং ঢাকার তুহিন শেখ, গুলশান আরা ও শহিদুল ইসলাম প্রমুখ।
রেফারি ও বিচারকমণ্ডলী: প্রতিযোগিতাটি সুষ্ঠুভাবে পরিচালনায় রেফারির দায়িত্ব পালন করেন মোঃ মোস্তাফিজুর রহমান, আব্দুল লতিফ চিতা, মিজানুর রহমান শামীম, বিএম আশরাফুল ইসলাম, মোঃ হোসেন মাসুম, আব্দুল শুক্কুর আলী শিকদার, আবু সাঈদ, মোঃ হানিফ, কেএম সাইফুল ইসলাম খান, মোঃ রতন মিয়া, মোঃ মজিবুর রহমান ভুঁইয়া এবং তুহিন শেখসহ আরও অনেকে।
ব্ল্যাকবেল্ট ড্যান গ্রেড সনদ প্রদান: অনুষ্ঠানে সফলতার সাথে ব্ল্যাকবেল্ট ড্যান গ্রেড সনদ অর্জন করেন চিত্রনায়ক মাসুম পারভেজ রুবেল, বিএম আশরাফুল ইসলাম, মোঃ নাছির উদ্দীন নাছিম, আলমগির হোসেন আলম, আবু সাঈদ, রুহুল আমিন শিকদার, মোঃ শরিফ, শহিদুল ইসলাম শহিদ, আবুছৈয়দ চৌধুরী, গুলশান আরা বেগম এবং সুমন আহমেদ।
প্রধান অতিথির বক্তব্যে জনাব রেজাবুদ্দৌলা চৌধুরী বাংলাদেশে মার্শাল আর্টের প্রবর্তক ওস্তাদ জাহাঙ্গীর আলমের ভূয়সী প্রশংসা করেন এবং ফাইটার কারাতে এসোসিয়েশনের উত্তরোত্তর সাফল্য কামনা করেন।
ভবিষ্যৎ পরিকল্পনা: সমাপনী বক্তব্যে আয়োজক কর্তৃপক্ষ জানান, এই সফলতার ধারাবাহিকতায় খুব শীঘ্রই বাংলাদেশে একটি জমকালো ‘আন্তর্জাতিক ফাইটার কারাতে প্রতিযোগিতা’ আয়োজনের পরিকল্পনা রয়েছে।



