অন্যান্য

চবি শাহজালাল হলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

মুহাম্মদ জুবাইর

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শাহজালাল হলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা আজ সোমবার (২৬ জানুয়ারি ২০২৬) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে অনুষ্ঠিত হয়েছে।

প্রতিযোগিতার উদ্বোধন করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান এবং মাননীয় উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. মোঃ কামাল উদ্দিন।বেলুন ও ফেস্টুন উড়িয়ে প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

উদ্বোধনী বক্তব্যে উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার শিক্ষার্থীদের মোবাইল আসক্তি থেকে দূরে থেকে খেলাধুলায় মনোযোগী হওয়ার আহ্বান জানান। তিনি বলেন, সহ-শিক্ষা কার্যক্রমের একটি গুরুত্বপূর্ণ অংশ হলো ক্রীড়া। শারীরিক ও মানসিক সুস্থতার জন্য নিয়মিত খেলাধুলার কোনো বিকল্প নেই। তাই শিক্ষার্থীদের শুধু প্রতিযোগিতার দিন নয়, সারাবছর শরীরচর্চা ও খেলাধুলায় নিজেদের সম্পৃক্ত রাখা উচিত।

অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চবি ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ তৈয়ব চৌধুরী এবং ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন প্রফেসর ড. মুহাম্মদ সানাউল্লাহ চৌধুরী। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শাহজালাল হলের প্রভোস্ট প্রফেসর ড. এস. ফুয়াদ হাসান। এছাড়া উপস্থিত ছিলেন চবি শারীরিক শিক্ষা বিভাগের পরিচালক (ভারপ্রাপ্ত) মো. হাবিবুর রহমান জালাল।

অনুষ্ঠানের শুরুতে জাতীয় সংগীতের সুরে উপাচার্য জাতীয় পতাকা উত্তোলন করেন। উপ-উপাচার্যদ্বয় বিশ্ববিদ্যালয়ের পতাকা, ডিনবৃন্দ ও শারীরিক শিক্ষা বিভাগের পরিচালক অলিম্পিক পতাকা এবং শাহজালাল হলের প্রভোস্ট হলের পতাকা উত্তোলন করেন। এরপর হলের কৃতী ক্রীড়াবিদ রাশেদ জামিল ইফতি মশাল হাতে মাঠ প্রদক্ষিণ করেন।

বিচারকদের পক্ষে প্রফেসর ড. মোহাম্মদ শাহাব উদ্দিন এবং ক্রীড়াবিদদের পক্ষে হলের কৃতী ক্রীড়াবিদ তাইফুল আলম ফরাজীকে উপাচার্য শপথ বাক্য পাঠ করান। শাহজালাল হলের আবাসিক শিক্ষক মোহাম্মদ শফিউর রহমান চৌধুরীর নেতৃত্বে ক্রীড়াবিদদের মার্চপাস্ট অনুষ্ঠিত হয়। হলের পতাকা বহন করেন হলের কৃতী ক্রীড়াবিদ ও চাকসুর ক্রীড়া সম্পাদক মোহাম্মদ শাওন। উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন শাহজালাল হলের প্রভোস্ট প্রফেসর ড. ফুয়াদ হাসান। অনুষ্ঠান সঞ্চালনা করেন আশিকুর রহমান।

উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিভিন্ন অনুষদের ডিনবৃন্দ, বিভিন্ন হলের প্রভোস্টবৃন্দ, প্রক্টর ও সহকারী প্রক্টরবৃন্দ, আবাসিক শিক্ষকবৃন্দ, চাকসুর প্রতিনিধিবৃন্দ, বিভিন্ন বিভাগের সভাপতি, ইনস্টিটিউট ও গবেষণা কেন্দ্রের পরিচালকবৃন্দ, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, ক্রীড়ামোদী শিক্ষার্থী এবং আমন্ত্রিত অতিথিবৃন্দ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button