অপরাধঅভিযানআইন-শৃঙ্খলাপ্রশাসন

গৌরনদীতে সেনা-পুলিশের যৌথ অভিযানে অস্ত্র ও ককটেল উদ্ধার, ইউপি চেয়ারম্যানসহ ২ জন আটক

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি: মোঃ ইয়াদুল ইসলাম

গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গৌরনদীতে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে অস্ত্র ও বিস্ফোরক সামগ্রী উদ্ধার করা হয়েছে। আজ মঙ্গলবার সকাল ১১টা পর্যন্ত গৌরনদী আর্মি ক্যাম্পের ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন তাজ উদ্দিন আহমেদ (৬২ ইবি) এর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

অভিযানটি গৌরনদী উপজেলার বিল্বগ্রামে পরিচালনা করা হয়। যৌথ অপারেশনে মাহিলাড়া ইউনিয়নের চেয়ারম্যান ও গৌরনদী উপজেলা আওয়ামীলীগ যুগ্ম সাধারণ সম্পাদক সহ মোট ২ জনকে আটক করা হয়েছে। আটককৃতরা হলেন চেয়ারম্যান সৈকত গুহ পিকলু (৫০) ও তার ভাই সলিল গুহ পিন্টু (৪৮)। তাদের পিতা কালিয়া দমন গুহ। তারা বিল্বগ্রাম, গৌরনদী, জেলা বরিশাল-এর বাসিন্দা।

অভিযান চলাকালে ঘটনাস্থল থেকে ৩টি চাকু, ৩টি চাপাতি, ৫৭টি চেক বই, ৪০টি খালি মদের বোতল এবং ৩টি ককটেল বোমা উদ্ধার করা হয়।

এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, উদ্ধারকৃত আলামতসহ আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। যৌথ বাহিনীর এমন অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button