আইন-শৃঙ্খলানির্বাচনরাজনীতি

গণভোট সফল করতে যশোরে জেলা পর্যায়ের ইমাম সম্মেলন ইমাম সমাজ সবচেয়ে প্রভাবশালী ওবিশ্বাসযোগ্য একটি শক্তি : ডিসি

নিজস্ব প্রতিবেদকঃ যশোর জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান বলেছেন, ‘গণভোট একটি রাষ্ট্রীয় দায়িত্ব। জনগণের সক্রিয় অংশগ্রহণ ছাড়া একটি স্বচ্ছ ও গ্রহণযোগ্য গণতান্ত্রিক প্রক্রিয়া বাস্তবায়ন সম্ভব নয়। ইমাম সমাজ আমাদের সমাজে সবচেয়ে প্রভাবশালী ও বিশ্বাসযোগ্য একটি শক্তি।

তাঁদের মাধ্যমে জনগণের মাঝে সচেতনতা সৃষ্টি করা গেলে গণভোট আরও সুন্দর ও সফল হবে। তিনি আরো বলেন, মসজিদের ইমামরা জুম্মার প্রাক খুতবায় দিন গণভোটের বার্তার মাধ্যমে জনগণের মাঝে সচেতনতা সৃষ্টি করতে পারেন।

সোমবার সকাল ১০টায় যশোরের আদ-দ্বীন সখিনা মেডিকেল কলেজ মিলনায়তনে আয়োজিত ইমাম সম্মেলনে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামিক ফাউন্ডেশন খুলনা বিভাগীয় কার্যালয়ের পরিচালক মোহাম্মদ মহিউদ্দিন মজুমদার। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোরের পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম। তিনি বলেন, ‘নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

ইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বোচ্চ সতর্ক থাকবে, তবে জনগণের সহযোগিতা ছাড়া একটি সুষ্ঠু আয়োজন সম্ভব নয়। ইমাম সমাজ মানুষের মাঝে শান্তি, শৃঙ্খলা ও দায়িত্ববোধের বার্তা পৌঁছে দিতে বড় ভূমিকা রাখতে পারেন।
সভাপতির বক্তব্যে মোহাম্মদ মহিউদ্দিন মজুমদার বলেন, ‘ইসলামিক ফাউন্ডেশন সবসময় জাতির গুরুত্বপূর্ণ কর্মসূচিতে জনগণের পাশে ছিল। গণভোট-২০২৬ সফল করতে ইমাম সম্মেলনের মাধ্যমে আমরা ধর্মীয় নেতৃবৃন্দকে সম্পৃক্ত করছি। তিনি জুম্মার খুদবায় ইমামদের গণভোট বিষয়ে প্রচারের আহ্বান জানান।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ইসলামিক ফাউন্ডেশন যশোর জেলা কার্যালয়ের উপ-পরিচালক বিল্লাল বিন কাশেম। তিনি বলেন, ‘গণভোট মানে জনগণের মতামতের প্রতিফলন। এটি আল্লাহ প্রদত্ত অধিকার। সঠিক সিদ্ধান্ত গ্রহণের মাধ্যমে একটি ন্যায়ভিত্তিক সমাজ গঠন সম্ভব।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন, জেলা সিনিয়র তথ্য অফিসার রেজাউল করিম, প্রেস ক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, মাওলানা ইয়াসিন আলম, সঙ্গীত শিল্পী এ্যাড. রোকনুজ্জামান, যশোর আমিনিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ হাফেজ মাওলানা সাখাওয়াত হোসেন।

অনুষ্ঠানে ইসলামিক গান পরিবেশন করেন প্রভাষক ও হাফেজ মাওলানা রবিউল ইসলাম, শিশু শিল্পী শরীফ আমিন। নির্বাচন প্রচারণা বিষয়ে বক্তব্য রাখেন বাঘারপাড়ার মো. আলী।

সম্মেলনে জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত বিপুল সংখ্যক ইমাম, আলেম-ওলামা, ধর্মীয় নেতা ও গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন। অনুষ্ঠানের সূচনায় পবিত্র কোরআন তেলাওয়াতের পর হামদ নাত পরিবেশন করেন কামরুল ইসলাম ও ইমরান হোসেন। তাঁদের সুললিত কণ্ঠে পরিবেশিত হামদ নাতে মিলনায়তনে এক ধর্মীয় ভাবগাম্ভীর্যপূর্ণ পরিবেশ সৃষ্টি হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button