আইন-শৃঙ্খলারাজনীতি
আনোয়ারার রায়পুর ইউনিয়নের ওয়ার্ড আওয়ামী লীগ নেতা গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক :: চট্টগ্রামের আনোয়ারা উপজেলার ৩ নং রায়পুর ইউনিয়নের ৫ নং ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি নুরুল মোস্তফা মুছা (৫০) কে গ্রেফতার করেছে আনোয়ারা থানা পুলিশ।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) বিকাল আনুমানিক ৪টার দিকে গহিরা আন্নর আলী সিকদার হাট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত নুরুল মোস্তফা মুছা ৫ নং ওয়ার্ডের ছাইয়ার বাড়ির বাসিন্দা এবং মৃত সাহেব মিয়ার ছেলে।
এ বিষয়ে আনোয়ারা থানার সেকেন্ড অফিসার এমদাদ হোসেন জানান, নুরুল মোস্তফা মুছাকে একটি রাজনৈতিক মামলায় গ্রেফতার করা হয়েছে।
আনোয়ারা থানার অফিসার ইনচার্জ (ওসি) জুনায়েদ চৌধুরী গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, আইনানুগ প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হবে।



