
নিজস্ব প্রতিবেদক : কার্ড না পেলে নির্বাচন কাভারেজ বর্জনের হুঁশিয়ারি
জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের সংবাদ সংগ্রহে সাংবাদিকদের জন্য কার্ড ও গাড়ির স্টিকার প্রদানের প্রচলিত পদ্ধতি পুনর্বহাল এবং নির্বাচন কমিশনের নতুন নীতিমালা সংশোধনের দাবিতে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠক শেষে গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি ও নেতৃবৃন্দ।

বৈঠক শেষে তারা অভিযোগ করেন, গণমাধ্যম সংশ্লিষ্ট কোনো সংগঠন, সাংবাদিক প্রতিনিধি কিংবা সংবাদপত্র মালিকদের সঙ্গে আলোচনা না করেই নির্বাচন কমিশন এককভাবে একটি অনলাইন অ্যাপ চালু করেছে। ওই অ্যাপের মাধ্যমে সাংবাদিক কার্ড ও গাড়ির স্টিকার প্রদানের উদ্যোগ নেওয়া হলেও সেটি কার্যকরভাবে ব্যবহার করা যাচ্ছে না। ফলে সারা দেশে সাংবাদিকদের পরিচয়পত্র ও স্টিকার প্রাপ্তিতে বড় ধরনের প্রতিবন্ধকতা তৈরি হয়েছে।
ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি বলেন, “নির্বাচনের মতো গুরুত্বপূর্ণ সময়ে সংবাদ সংগ্রহে সাংবাদিকদের সহযোগিতা না করে বরং তাদের সামনে কৃত্রিম জটিলতা তৈরি করা হচ্ছে। আমরা আগামী রোববারের মধ্যে পূর্বের প্রচলিত নিয়মে সাংবাদিক পর্যবেক্ষণ কার্ড ও গাড়ির স্টিকার সরবরাহের দাবি জানাচ্ছি।”
তিনি আরও বলেন, নির্বাচন কমিশন যদি দ্রুত এই সমস্যার সমাধান না করে, তাহলে সাংবাদিক নেতারা বসে কঠোর কর্মসূচি ও সিদ্ধান্ত নিতে বাধ্য হবেন।
ব্রিফিংয়ে নেতারা স্পষ্ট করে জানান, সাংবাদিকদের চলাচল ও নিরাপত্তা নিশ্চিত না হলে তারা নির্বাচন ও ভোট কাভারেজ বর্জনের সিদ্ধান্ত নিতে পারেন। এতে গণমাধ্যমের স্বাধীনতা ও জনগণের জানার অধিকার মারাত্মকভাবে বাধাগ্রস্ত হবে বলে তারা আশঙ্কা প্রকাশ করেন।
তারা বলেন, নির্বাচন কমিশনের নেওয়া একতরফা সিদ্ধান্ত ও অকার্যকর প্রযুক্তিনির্ভর ব্যবস্থা অবিলম্বে প্রত্যাহার করে সকল স্টেকহোল্ডারের সঙ্গে আলোচনা করে বাস্তবসম্মত ও গ্রহণযোগ্য সমাধান দিতে হবে।
ব্রিফিংয়ে ঢাকা সাংবাদিক ইউনিয়নের অন্যান্য নেতারাও উপস্থিত ছিলেন।



