
মুহাম্মদ জুবাইর
শহীদ মন্নান স্মৃতি শর্টপিছ ক্রিকেট টুর্নামেন্ট ২০২৬ অনুষ্ঠিত
শহীদদের স্মৃতি ধরে রেখে তরুণ সমাজকে খেলাধুলার মাধ্যমে সুস্থ ধারায় ফিরিয়ে আনার প্রত্যয়ে শহীদ মন্নান স্মৃতি সংস্থার উদ্যোগে দ্বিতীয়বারের মতো শহীদ মন্নান স্মৃতি শর্টপিছ ক্রিকেট টুর্নামেন্ট ২০২৬ সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার(৩০ জানুয়ারি ২০২৬)শহীদ আব্দুল মন্নানের কবরের পশ্চিম পাশ্ববর্তী খেলার মাঠে আয়োজিত এ টুর্নামেন্টটি পরিণত হয় এক বিশাল ক্রীড়া উৎসবে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চলে রোমাঞ্চকর ম্যাচ, আর মাঠজুড়ে ছিল ক্রীড়াপ্রেমী দর্শকদের উপচে পড়া ভিড়।
স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, মুক্তিযোদ্ধা,রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ এবং তরুণ ক্রীড়াবিদদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো আয়োজনটি হয়ে ওঠে প্রাণবন্ত ও উৎসবমুখর।
টুর্নামেন্টে সভাপতিত্ব করেন শহীদ মন্নান স্মৃতি সংস্থার সম্মানিত উপদেষ্টা ও সীটেক্স লিমিটেড (সিইপিজেড)-এর পরিচালক মোহাম্মদ সালাউদ্দীন আহমেদ। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন সংস্থার উপদেষ্টা ও এলাকার গর্ব বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আবু তাহের।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শহীদ মন্নান স্মৃতি সংস্থার সম্মানিত উপদেষ্টা ও বাংলাদেশ সুফিবাদী ঐক্যফোরামের কেন্দ্রীয় চেয়ারম্যান, বিশিষ্ট সাংবাদিক নূর মোহাম্মদ রানা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্থার উপদেষ্টা এডভোকেট রেয়াজ মঞ্জুরুল হক ও মোহাম্মদ ইউসুফ।
সংস্থার সাবেক সহ-সভাপতি জমির হোসাইনের সঞ্চালনায় আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, বর্তমান সময়ে তরুণ সমাজ নানা সামাজিক অবক্ষয়ের ঝুঁকিতে রয়েছে। মাদক,সন্ত্রাস ও অপরাধ থেকে যুবসমাজকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই।শহীদ মন্নান স্মৃতি সংস্থার এ উদ্যোগ সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
বক্তারা আরও বলেন,শহীদ মন্নান শুধু একজন ব্যক্তি নন, তিনি সাহস, ত্যাগ ও প্রতিবাদের প্রতীক। তাঁর স্মৃতিকে ধরে রাখতে ক্রীড়া,শিক্ষা ও সামাজিক কর্মকাণ্ডের মাধ্যমে এ ধরনের আয়োজন নিয়মিতভাবে চালু রাখতে হবে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শহীদ মন্নান স্মৃতি সংস্থার সাবেক সফল সভাপতি গোলাম কিবরিয়া রনি ও মোহাম্মদ সাদ্দাম হোসেন, উপদেষ্টা মুহাম্মদ রুস্তম পাশা, মোহাম্মদ হানিফ, মোহাম্মদ মানিক, মোহাম্মদ শফিউল আজম, মোহাম্মদ হাকিম, মোহাম্মদ শহিদ, মোহাম্মদ রহমত ও মোহাম্মদ সাইফু।
এছাড়াও সংস্থার সাবেক কর্মকর্তা মোহাম্মদ আমান, মোহাম্মদ ফয়সাল, মোহাম্মদ ফারুক, মোহাম্মদ রিফাত, মোহাম্মদ জামাল, মোহাম্মদ হাবিব, মোহাম্মদ বেলাল, কার্যকরী কমিটির সভাপতি মোহাম্মদ আলাউদ্দিনসহ সংস্থার সকল কর্মকর্তা, সদস্য, শুভাকাঙ্ক্ষী ও বিপুলসংখ্যক ক্রীড়াপ্রেমী দর্শক মাঠে উপস্থিত ছিলেন।
টুর্নামেন্টের প্রতিটি ম্যাচ পরিচালনা করেন তিনজন অভিজ্ঞ আম্পায়ার মোহাম্মদ মুন্না, মোহাম্মদ মিনহাজ ও মোহাম্মদ ফাহিম। তাদের দক্ষ পরিচালনায় পুরো টুর্নামেন্টটি সুশৃঙ্খল ও উপভোগ্য হয়ে ওঠে।
চূড়ান্ত খেলায় উত্তর চট্টগ্রামের অন্যতম শক্তিশালী দল রাউজান ট্রফি ফাইটার্স দুর্দান্ত নৈপুণ্য প্রদর্শন করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। অপরদিকে শক্ত প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলে এ.কে.এম একাদশ রানার্সআপ হওয়ার কৃতিত্ব অর্জন করে। খেলা শেষে বিজয়ী ও রানার্সআপ দলের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেন অতিথিরা।
আয়োজকরা জানান,ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে এই টুর্নামেন্ট আয়োজনের পরিকল্পনা রয়েছে, যাতে করে আরও বেশি তরুণ খেলাধুলার সঙ্গে যুক্ত হয়ে সুস্থ ও মানবিক সমাজ গঠনে ভূমিকা রাখতে পারে।



