গাইবান্ধানির্বাচনরাজনীতি

গাইবান্ধায় দাঁড়িপাল্লার পক্ষে বিশাল গণমিছিল

নিজস্ব প্রতিবেদকঃ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গাইবান্ধায় ১১ দলীয় জোট প্রার্থী জামায়াতে ইসলামীর জেলা আমীর আব্দুর করিমের দাঁড়িপাল্লার পক্ষে বিশাল গণমিছিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বিকেলে স্থানীয় ইসলামিয়া হাইস্কুল মাঠ থেকে নির্বাচনী গণমিছিলটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এতে গাইবান্ধা-২ (সদর) আসনের বিভিন্ন ইউনিয়নের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন।

গণ মিছিল পূর্ব সমাবেশে ইসলামী ছাত্র শিবির জেলা সভাপতি ফেরদৌস ইসলাম রুম্মানের সঞ্চালনায় বক্তব্য দেন জেলা জামায়াতের সেক্রেটারী মাওলানা জহুরুল হক, পৌর আমীর একেএম ফেরদৌস আলম ফিরোজ, সহকারী সেক্রেটারী মো. নুরুন্নবী সরকার, সদর উপজেলা আমীর মো. নুরুল হক মন্ডল, বাংলাদেশ খেলাফত মজলিসের জেলা শাখার উপদেষ্টা মুফতি মানসুর রহমান খান ও ইঞ্জিনিয়ার শরিফুল ইসলাম শরীফ, ইসলামী ছাত্র শিবির কেন্দ্রীয় কমিটির ব্যবসায় বিষয়ক সম্পাদক গোলাম জাকারিয়া, ছাত্র শিবির জেলা সেক্রেটারী ইউসুফ আল কার্যাভী, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন জেলা কমিটির মুজাহিদুল ইসলাম মাসুম, আমিনুল ইসলাম প্রমুখ।

সমাবেশে ১১ দলীয় জোট প্রার্থী আব্দুল করিম বলেন, আমরা কোনো দুর্নীতিকে প্রশ্রয় দিবো না। পচে যাওয়া রাষ্ট্রের সংস্কার করতে গণভোটে অবশ্যই হ্যাঁ এর পক্ষে অবস্থান নিতে হবে। তিনি ভোটারদের কাছে দাঁড়িপাল্লার জন্য ভোট প্রার্থনা করেন।

তিনি আরও বলেন, গাইবান্ধার উন্নয়ন চাইলে দাঁড়িপাল্লায় ভোট দিয়ে বিজয়ী করতে হবে। তিনি বলেন, মা-বোনেরা কোন জুজুর ভয় পাবেন না। কোনো ভয়-ভীতিতে আপনারা ক্ষান্ত হবেন না। আপনারা ন্যায়ের পক্ষে ভোট দিন। চাঁদাবাজদের রুখে দিন। জামায়াত ক্ষমতায় এলেই মা-বোনেরা নিরাপদে থাকবেন। তিনি বলেন, আমরা যুবকদের দেশ গড়ার কারিগরে পরিণত করব। কর্মসংস্থান সৃষ্টি করে আমরা যুবকদের সম্মানের জায়গায় বসাতে চাই।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button