Uncategorized

জুলাই গণঅভ্যুত্থানে হতাহতদের তালিকা ও শহীদদের স্মরণে আট স্থানে স্মৃতিস্তম্ভ নির্মাণের নির্দেশ আদালতের ।

জুলাই গণঅভ্যুত্থানে হতাহতদের তালিকা ও শহীদদের স্মরণে আট স্থানে স্মৃতিস্তম্ভ নির্মাণের নির্দেশ দিলেন আদালত।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে জুলাই বিপ্লবে শহীদদের স্মরণে আটটি স্থানে শহীদ স্মৃতিস্তম্ভ ও লাইব্রেরী নির্মাণের নির্দেশ দিলেন হাইকোর্ট। সুপ্রিম কোর্টের এক আইনজীবীর করা রিটের প্রাথমিক শুনানি শেষে বৃহস্পতিবার বিচারপতি আতোয়ার রহমান ও বিচারপতি এ কে এম জহিরুল হকের হাইকোর্ট বেঞ্চ রুলসহ এ আদেশ দেন। জনস্বার্থে গণঅভ্যুত্থানের শহীদ ও আহতদের তালিকা, চিকিৎসা ও স্মৃতিস্তম্ভ নির্মাণের জন্য রিট করেন ব্যারিস্টার এম আশরাফুল ইসলাম। আদলতে আবেদনের পক্ষে ছিলেন আইনজীবী সৈয়দ মামুন মাহবুব এবং রাষ্ট্রপক্ষের আইনজীবী ছিলেন অ্যাটর্নি জেনারেল মোঃ আসাদুজ্জামান।
ব্যারিস্টার এম আশরাফুল ইসলাম জানান, রাজধানীর সাতটি স্থান (যাত্রাবাড়ী _শনিআখরা, উত্তরা, মিরপুর- ১০ গোল চত্বর, ইসিবি চত্বর, বাড্ডা- রামপুরা, চানখারপুন, মোহাম্মদপুর) এবং রংপুরে আবু সাঈদ নিহত হওয়ার স্থানে স্মৃতিস্তম্ভসহ লাইব্রেরী নির্মাণের নির্দেশ দিয়েছে আদালত। নির্মাণ কাজ শেষ না হওয়া পর্যন্ত প্রতি চার মাস পর পর হাইকোর্টে অগ্রগতি প্রতিবেদন দিতে বলেছেন আদালত। এর আগে জুলাই-আগস্ট এর গণঅভ্যুত্থানের হতাহতদের তালিকা প্রস্তুত করে এবং আহতদের দেশে ও দেশের বাহিরে চিকিৎসার ব্যবস্থা নেওয়ার আর্জি জানিয়ে রিট আবেদন করা হয়। হাইকোর্ট বিভাগের সংশ্লিষ্ট শাখার সুপ্রিম কোর্টের ব্যারিস্টার এম আশরাফুল ইসলাম এই আবেদন দায়ের করেন। ওই আবেদনের পরিপ্রেক্ষিতে শুনানি নিয়ে এ আদেশ দেন হাইকোর্ট। উক্ত এই রিটে স্বাস্থ্য সচিব, মন্ত্রিপরিষদ সচিব, মুক্তিযুদ্ধ বিষয়ক সচিব, স্বরাষ্ট্র সচিব, অর্থ সচিব, গৃহায়ন ও গণপূর্ত সচিব, প্রধান উপদেষ্টার ব্যক্তিগত সচিব -১ ও স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকসহ ১১ জনকে বিবাদী করা হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button