আন্তর্জাতিকএক্সক্লুসিভবৈশ্বিক

আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনে হামলা, ভারতের দুঃখ প্রকাশ

ত্রিপুরার আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশন ভবনে হামলা ও ভাঙচুর করেছে বিক্ষুব্ধ ভারতীয়রা। এ ঘটনা ‘গভীরভাবে দুঃখজনক’ বলে জানিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়।

আজ সোমবার এক বিবৃতিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এমনটি জানিয়েছে। একইসঙ্গে কূটনৈতিক ও কনস্যুলার ভবনে আক্রমণ না চালানোর আহ্বান জানিয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, ‘আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনের ভবনে আজকের অনুপ্রবেশের ঘটনা গভীরভাবে দুঃখজনক। কোনো অবস্থাতেই কূটনৈতিক ও কনস্যুলার সম্পত্তি লক্ষ্যবস্তু হওয়া উচিত নয়।

বিবৃতিতে আরও বলা হয়, বাংলাদেশের হাইকমিশন ও তাদের ডেপুটি/সহকারী হাইকমিশনগুলোর জন্য নিরাপত্তা বাড়ানোর ব্যবস্থা নিচ্ছে ভারত সরকার।

টাইমস অব ইন্ডিয়া এক প্রতিবেদনে বলেছে, বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের অভিযোগে কিছু বিক্ষোভকারী আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনের ভবনে অনুপ্রবেশ করে।

বাংলাদেশে ক্ষমতার পালাবদলের পরপরই সংখ্যালঘু নির্যাতনের ইস্যুতে ভারত-বাংলাদেশ সম্পর্কের উত্তেজনা বৃদ্ধি পেয়েছে।

ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সংখ্যালঘু অধিকারকর্মী ও ইস্কনের বিশিষ্ট পুরোহিত চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তারের ঘটনা দুই দেশের সম্পর্কের আগুনে ঘি ঢেলেছে। বাংলাদেশের জাতীয় পতাকাকে অসম্মান করার অভিযোগে চিন্ময়কে গ্রেপ্তার করা হয়। তাকে জামিনও দেওয়া হয়নি।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর হামলার ঘটনাগুলোকে তাঁরা গুরুত্বের সঙ্গে দেখছে এবং এ বিষয়ে বাংলাদেশ কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button