Uncategorized

প্রেস কাউন্সিলের নবনিযুক্ত চেয়ারম্যানের সাফল্য কামনা করে অভিনন্দন জানিয়েছেন চসাস

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ প্রেস কাউন্সিলের নবনিযুক্ত চেয়ারম্যান, সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি মো. এ কে এম আবদুল হাকিমকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন চট্টগ্রাম সাংবাদিক সংস্থা (চসাস)। মঙ্গলবার (৩ ডিসেম্বর) সংগঠনটির সভাপতি সৈয়দ দিদার আশরাফী ও সাধারণ সম্পাদক ওসমান এহতেসাম এক যৌথ বিবৃতিতে নবনিযুক্ত চেয়ারম্যানের সাফল্য কামনা করে এ অভিনন্দন জানান।

বিবৃতিতে ওসমান এহতেসাম বলেন, মো. এ কে এম আবদুল হাকিমের মতো অভিজ্ঞ ও বিচক্ষণ ব্যক্তিত্ব প্রেস কাউন্সিলের নেতৃত্ব গ্রহণ করায় দেশের গণমাধ্যমের স্বাধীনতা, নৈতিক মানদণ্ড এবং দায়বদ্ধতা আরও সুসংহত হবে বলে আমাদের বিশ্বাস। তার দূরদর্শী নেতৃত্বে প্রেস কাউন্সিল সাংবাদিক সমাজের অধিকার রক্ষা ও সুষ্ঠু সাংবাদিকতাকে উৎসাহিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। আমরা তার সফল, কার্যকর ও গৌরবময় মেয়াদের প্রত্যাশা করছি।

তিনি আরও বলেন, বাংলাদেশ প্রেস কাউন্সিল থেকে তৃণমূলের গণমাধ্যমকর্মীরা বিগত দিনে প্রশিক্ষণের তেমন সুযোগ পায়নি। বরং এই সুযোগ-সুবিধাগুলো মূলত প্রতিষ্ঠিত গণমাধ্যমের সাংবাদিকদের মধ্যেই সীমাবদ্ধ ছিল। ফলে মফস্বলের সাংবাদিকরা দীর্ঘদিন ধরে বৈষম্যের শিকার হয়েছেন বলে আমরা মনে করি। আমরা আশা করি, বাংলাদেশ প্রেস কাউন্সিল কর্তৃক প্রশিক্ষণ কর্মশালা বৈষম্যহীনভাবে সব সাংবাদিকের জন্য চালু হবে। প্রশিক্ষণের মাধ্যমে তৃণমূলের সাংবাদিকরাও একদিন বড় বড় মিডিয়া হাউজগুলোতে কাজ করার সুযোগ পাবেন।

বিবৃতিতে চট্টগ্রাম সাংবাদিক সংস্থা নবনিযুক্ত চেয়ারম্যান ও প্রেস কাউন্সিলের সাফল্যের জন্য সর্বদা সহযোগিতার অঙ্গীকার ব্যক্ত করেছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button