আন্তর্জাতিকবৈশ্বিকভৌগলিকরাজনীতি

শেখ হাসিনা ভারতে বসে হিন্দু-মুসলিম সুসম্পর্ক নষ্টের পাঁয়তারা করছে: রুহুল কুদ্দুস

শেখ হাসিনা ভারতে বসে বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের মিথ্যা গল্প সাজিয়ে দেশের হিন্দু-মুসলিম সুসম্পর্ক নষ্ট করার পাঁয়তারা করছেন বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক উপমন্ত্রী রুহুল কুদ্দুস তালুকদার (দুলু)। আজ শুক্রবার বিকেলে নাটোরের সিংড়ায় উপজেলা বিএনপি আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

সিংড়া উপজেলা কোর্ট মাঠে আয়োজিত এ জনসভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক আনোয়ারুল ইসলাম। উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শামীম হোসেন ও উপজেলা যুবদলের সদস্যসচিব তাইজুল ইসলাম অনুষ্ঠান সঞ্চালনা করেন।

রুহুল কুদ্দুস তালুকদার বলেন, আওয়ামী লীগের রক্ত-মাংসে ফ্যাসিজম মিশে আছে। তারা বিডিআর বিদ্রোহের নামে পিলখানায় হত্যাকাণ্ড চালিয়েছে, শাপলা চত্বরে হেফাজতের মহাসমাবেশে হত্যাকাণ্ড করেছে, জুলাই বিপ্লবে ছাত্র-জনতার ওপর নির্বিচার গুলি চালিয়ে গণহত্যা চালিয়েছে। এ কারণে ইতিহাসের পটপরিক্রমায় আজ আওয়ামী লীগের রাজনীতিই বাংলার মাটিতে অঘোষিতভাবে নিষিদ্ধ হয়ে গেছে। দেশের মানুষ তাদের ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছে। দলটির নেতা শেখ হাসিনা দেশ থেকে বিতাড়িত হয়েছে।

বিএনপির এই কেন্দ্রীয় নেতা বলেন, ‘শেখ হাসিনা এখন ভারতে বসে বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের মিথ্যা গল্প সাজিয়ে আমাদের দেশের হিন্দু-মুসলিম সুসম্পর্ক নষ্ট করার পাঁয়তারা করছে। এ অবস্থায় দেশের মানুষকে সচেতন থাকতে হবে। যেকোনো ষড়যন্ত্র হলে দল–মত–ধর্ম-বর্ণনির্বিশেষে সবাইকে তা রুখে দিতে হবে।

জনসভায় প্রধান বক্তা ছিলেন বিএনপির নির্বাহী কমিটির আরেক সদস্য ও সিংড়া আসনের সাবেক সংসদ সদস্য কাজী গোলাম মোর্শেদ। এ ছাড়া নাটোর জেলা বিএনপির সদস্যসচিব রহিম নেওয়াজ, যুগ্ম আহ্বায়ক ফরহাদ আলী দেওয়ান (শাহীন), নাটোর পৌরসভার সাবেক মেয়র শেখ এমদাদুল হক আল মামুন, জেলা যুবদলের সভাপতি এ হাই তালুকদার (ডালিম), জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আসাদুজ্জামান প্রমুখ জনসভায় বক্তব্য দেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button