ভৌগলিকরাজনীতি

সীমান্তে বাংলাদেশি হত্যার প্রতিবাদ: জামায়াতের বিবৃতি

সীমান্তে হত্যাকাণ্ডের প্রতিবাদ জানিয়েছে জামায়াতে ইসলামী। দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার শনিবার বিবৃতিতে বলেন, ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) প্রায়ই বিনা কারণে মানুষ মারছে। এ ধরনের হত্যা শূন্যের কোটায় আনতে দেশটি বারবার প্রতিশ্রুতি দিলেও কোনো কাজ হয়নি। একটি হত্যারও তদন্ত বা বিচার হয়নি, যা খুবই উদ্বেগের।

গত শুক্রবার ভোরে পঞ্চগড় সীমান্তে বিএসএফের গুলিতে আনোয়ার হোসেন নামে বাংলাদেশি যুবক নিহত হন। এ ঘটনার প্রতিবাদে জামায়াতের দেওয়া বিবৃতিতে আরও বলা হয়েছে, বাংলাদেশের জনগণ বন্ধুসুলভ আচরণ চায়। সীমান্তে হত্যাকাণ্ড বন্ধ করবে বলে আশা করে দলটি। জাতিসংঘের অধীনে বাংলাদেশি হত্যার আন্তর্জাতিক তদন্ত ও বিচারের পদক্ষেপ নিতেও সরকারের প্রতি আহ্বান জানিয়েছে জামায়াত। 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button