আন্তর্জাতিকরাজনীতিরাষ্ট্রনীতি

সিরিয়া ইস্যুতে নিরাপত্তা পরিষদে জরুরি বৈঠকের অনুরোধ রাশিয়ার

মাত্র দুই সপ্তাহের মধ্যে এক চমকপ্রদ অভিযান চালিয়ে দামেস্কে প্রবেশ করে বিদ্রোহীরা এবং আসাদকে উৎখাত করে। প্রায় এক দশক ধরে রাশিয়ার অগ্নিশক্তি বাশার আল-আসাদকে ক্ষমতায় রেখেছিল। এ ঘটনার পর পরিস্থিতে সিরিয়া বিষয়ে আলোচনার জন্য জাতিসংঘ নিরাপত্তা পরিষদে জরুরি বৈঠকের আহবান জানিয়েছে রাশিয়া। 

জাতিসংঘে রুশ প্রতিনিধি জানিয়েছেন, সোমবার ( ৯ ডিসেম্বর) বৈঠকটি হওয়ার কথা রয়েছে।ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি  এ খবর জানিয়েছে। জাতিসংঘে নিযুক্ত রাশিয়ার উপস্থায়ী প্রতিনিধি দিমিত্রি পলিয়ানস্কি বার্তা আদান–প্রদানের মাধ্যম টেলিগ্রামে বলেন, আজ সোমবার জরুরি বৈঠকটি অনুষ্ঠিত হতে পারে।

তিনি আরো জানান, রাশিয়া ও বাকি মধ্যপ্রাচ্যের জন্য সিরিয়ায় বাশার আল–আসাদ সরকারের পতনের ‘গভীরতা ও ফলাফল’ কী হতে পারে, সেটা এখনও স্পষ্ট নয়। গোলান মালভূমিতে জাতিসংঘের টহলযুক্ত নিরস্ত্রীকরণ অঞ্চলে ইসরায়েলি বাহিনীর সাময়িক দখল করে নেওয়া এলাকার চারপাশের পরিস্থিতি নিয়ে আলোচনা করা প্রয়োজন।

সিরিয়া থেকে ব্যক্তিগত বিমানে করে পালিয়ে রাশিয়ায় আশ্রয় নিয়েছেন বাশার আল-আসাদ। রাশিয়ার সরকারি সংবাদ মাধ্যম ক্রেমলিনের সূত্র উদ্ধৃত করে জানিয়েছে, রাশিয়া আসাদকে রাজনৈতিক আশ্রয় দিয়েছে। তবে আনুষ্ঠানিকভাবে রাশিয়া এই ঘোষণা করেনি। রাশিয়ার সরকারি মিডিয়া জানিয়েছে, আসাদ ও তার পরিবার এখন রাশিয়ায় থাকবেন।

আসাদ যতদিন সিরিয়ায় ক্ষমতা দখল করেছিলেন, ততদিন রাশিয়া ছিল তার সবচেয়ে নির্ভরযোগ্য বন্ধু দেশ। সিরিয়া ছাড়ার পর আসাদ সপরিবারে এখন রাশিয়ায় আশ্রয় নিয়েছেন বলে প্রতিবেদনে বলা হয়েছে।

সূত্র : বিবিসি

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button