মাতুয়াইলে সাংবাদিকের বাড়িতে সন্ত্রাসী হামলা: দায়ীদের অবিলম্বে গ্রেপ্তারের আহবান
রাকিব হোসেন মিলনঃ
বিশেষ প্রতিবেদক
রাজধানী ঢাকার দক্ষিণ মাতুয়াইলের শামীমবাগ এলাকায় সাংবাদিক ও সাপ্তাহিক মুক্ত বিকাশ পত্রিকার সম্পাদক আমির হোসেন আমু-এর বাসভবনে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। গত ৩ ডিসেম্বর মধ্যরাতে ১০ থেকে ১২ জন যুবক ধারালো অস্ত্র, লোহার রড ও আগ্নেয়াস্ত্র নিয়ে অতর্কিতে তার বাড়িতে আক্রমণ চালায়।
প্রত্যক্ষদর্শীদের মতে, সন্ত্রাসীরা বাড়ির গেট ভেঙে ভেতরে প্রবেশ করে দরজা-জানালা ভাঙচুর করে এবং বাড়ির পরিবেশে ত্রাস সৃষ্টি করে। তারা সাংবাদিক আমির হোসেন আমুর ছেলেকে খুঁজতে থাকে এবং জানায় যে তাদের পাঠিয়েছেন স্থানীয় ব্যবসায়ী শামীম মিয়া ও তার সহযোগী ইমরান হোসেন।
হামলার সময় আমির হোসেন আমু বাসায় ছিলেন না। তার স্ত্রী ডা. নার্গিস আক্তার সন্ত্রাসীদের মোকাবিলা করেন এবং তাদের চলে যেতে বলেন। তবে সন্ত্রাসীরা উল্টো তাকে ভয় দেখিয়ে জানায়, তারা শামীম মিয়া ও ইমরানের নির্দেশে এসেছে।
এলাকাবাসীর মতে, শামীম মিয়া একজন বিতর্কিত ব্যবসায়ী, যার বিরুদ্ধে একাধিক অপকর্মে জড়িত থাকার অভিযোগ রয়েছে। তিনি এলাকায় নিজের আধিপত্য বজায় রাখতে স্থানীয় প্রভাবশালী ব্যক্তিদের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হন। এলাকায় মাদকাসক্তদের নিয়ন্ত্রণে রেখে ভয় ও ত্রাসের পরিবেশ সৃষ্টি করেছেন।
এই ন্যক্কারজনক হামলার ঘটনায় দেশের বিভিন্ন সাংবাদিক সংগঠন তীব্র নিন্দা জানিয়েছে। তারা সন্ত্রাসীদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছে।
বাংলাদেশ সাপ্তাহিক পত্রিকা সম্পাদক পরিষদ, সংবাদপত্র পরিষদ, এবং বুদ্ধিজীবী মহল এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বলেন, “এটি শুধু একজন সাংবাদিকের উপর হামলা নয়; এটি বাকস্বাধীনতা ও মুক্ত সাংবাদিকতার উপর আঘাত।”
শামীম মিয়ার বিরুদ্ধে আগেও এলাকাবাসী অভিযোগ করেছে। সন্ত্রাস ও মাদকের অবসান চেয়ে এলাকাবাসী ঐক্যবদ্ধ হয়ে একটি শান্তিপূর্ণ সমাজ গঠনের প্রত্যয় ব্যক্ত করেছে।
এই হামলার জন্য দায়ীদের দ্রুত গ্রেপ্তার এবং বিচার নিশ্চিত করতে এলাকাবাসী ও সাংবাদিক সমাজ থানা পুলিশের প্রতি আহ্বান জানিয়েছে।
এলাকার সাধারণ মানুষের আশা, আইনের শাসন প্রতিষ্ঠিত করে এলাকাটিকে সন্ত্রাস, মাদক এবং অপরাধমুক্ত রাখা সম্ভব হবে।