ইসলাম ধর্ম

☘☘ ৪০টি দরূদের মাছূর শব্দ-বাক্য ☘☘

১. اَللّٰهُمَّ صَلِّ عَلٰى مُحَمَّدٍ وَّعَلٰى آلِ مُحَمَّدٍ، كَمَا صَلَّيْتَ عَلٰى إِبْرَاهِيْمَ، وَعَلٰى آلِ إِبْرَاهِيْمَ، إِنَّكَ حَمِيْدٌ مَّجِيْدٌ، اَللّٰهُمَّ بَارِكْ
عَلٰى مُحَمَّدٍ وَّعَلٰى آلِ مُحَمَّدٍ، كَمَا بَارَكْتَ عَلٰى إِبْرَاهِيْمَ وَعَلٰى آلِ إِبْرَاهِيْمَ، إِنَّكَ حَمِيْدٌ مَّجِيْدٌ.
ইয়া আল্লাহ! মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তাঁর পরিবারবর্গের প্রতি রহমত নাযিল করুন যেমন আপনি রহমত নাযিল করেছেন ইবরাহীম আলাইহিস সালাম ও তাঁর পরিবারবর্গের প্রতি। নিশ্চয়ই আপনি প্রশংসিত ও মর্যাদাবান।
ইয়া আল্লাহ! হযরত মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তাঁর পরিবারবর্গের প্রতি বরকত নাযিল করুন, যেমন আপনি বরকত নাযিল করেছেন ইবরাহীম আলাইহিস সালাম ও তাঁর পরিবারবর্গের প্রতি। নিশ্চয়ই আপনি প্রশংসিত ও মর্যাদাবান। -সহীহ বুখারী, হাদীস ৩৩৭০; সহীহ মুসলিম, হাদীস ৪০৬; জিলাউল আফহাম, পৃ. ১২ (২); আলকাউলুল বাদী‘, পৃ. ১০৩

২. اَللّٰهُمَّ صَلِّ عَلٰى مُحَمَّدٍ،وَّأَنْزِلْهُ الْمَقْعَدَ الْمُقَرَّبَ عِنْدَكَ يَوْمَ الْقِيَامَةِ
ইয়া আল্লাহ! মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি রহমত বর্ষণ করুন এবং কিয়ামত দিবসে তাঁকে সমাসীন করুন আপনার নৈকট্যপ্রাপ্ত আসনে। -আলমুজামুল কাবীর, তবারানী, হাদীস ৪৪৮০; মুসনাদে আহমাদ, হাদীস ১৬৯৯১; ফাদলুস সালাত, হাদীস ৫৫; মুসনাদে বায্যার, হাদীস ২৩১৫; জিলাউল আফ্হাম, পৃ. ১০০ (১০৭); মাজমাউয যাওয়ায়েদ, হাদীস ১৭২৫৯ (সহীহ)

৩. اَللّٰهُمَّ صَلِّ عَلٰى مُحَمَّدٍ عَبْدِكَ وَرَسُولِكَ، كَمَا صَلَّيْتَ عَلٰى إِبْرَاهِيْمَ، وَبَارِكْ عَلٰى مُحَمَّدٍ، وَّآلِ مُحَمَّدٍ، كَمَا بَارَكْتَ عَلٰى
إِبْرَاهِيْمَ وَآلِ إِبْرَاهِيْمَ.
ইয়া আল্লাহ! রহমত বর্ষণ করুন আপনার বান্দা ও রাসূল মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যেমন রহমত বর্ষণ করেছেন ইবরাহীম আ.-এর উপর। এবং বরকত নাযিল করুন মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ও তাঁর পরিবাবর্গের উপর, যেমনিভাবে বরকত নাযিল করেছেন ইবরাহীম আ. ও তাঁর পরিবারবর্গের উপর। -সহীহ বুখারী, হাদীস ৬৩৫৮; সুনানে ইবনে মাজাহ, হাদীস ৯০৩; জিলাউল আফহাম, পৃ. ১৭

৪. اَللّٰهُمَّ صَلِّ عَلٰى مُحَمَّدٍ عَبْدِكَ وَرَسُوْلِكَ، وَصَلِّ عَلٰى الْمُؤْمِنِيْنَ وَالْمُؤْمِنَاتِ،وَالْمُسْلِمِيْنَ وَالْمُسْلِمَاتِ
ইয়া আল্লাহ! রহমত বর্ষণ করুন আপনার বান্দা ও রাসূল মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি এবং সকল মুমিন ও মুসলিম নর-নারীর প্রতি। -সহীহ ইবনে হিব্বান, হাদীস ৯০৩; আলআদাবুল মুফরাদ, হাদীস ৬৪০; মুসতাদরাকে হাকেম, হাদীস ৭৩৫২

৫. اَللّٰهُمَّ صَلِّ عَلٰى مُحَمَّدٍ وَّعَلٰى آلِ مُحَمَّدٍ، كَمَا صَلَّيْتَ عَلٰى آلِ إِبْرَاهِيْمَ، وَبَارِكْ عَلٰى مُحَمَّدٍ وَّعَلٰى آلِ مُحَمَّدٍ، كَمَا بَارَكْتَ عَلٰى
آلِ إِبْرَاهِيْمَ فِي الْعَالَمِيْنَ، إِنَّكَ حَمِيْدٌ مَّجِيْدٌ.
ইয়া আল্লাহ! আপনি রহমত বর্ষণ করুন মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর এবং তাঁর বংশধরদের উপর, যেমন রহমত বর্ষণ করেছেন ইবরাহীম আ.-এর বংশধরদের উপর। আর বরকত নাযিল করুন মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তাঁর বংশধরদের উপর, যেমনিভাবে বরকত নাযিল করেছেন সমগ্র জগতে ইবরাহীম আ.-এর বংশধরদের উপর। নিঃসন্দেহে আপনিই প্রশংসিত, মহিমান্বিত। -সহীহ মুসলিম, হাদীস ৪০৫; জামে তিরমিযী, হাদীস ৩৪৯৯; সহীহ ইবনে হিব্বান, হাদীস ১৯৫৯; জিলাউল আফহাম, পৃ. ৪ (১)

৬.اَللّٰهُمَّ صَلِّ عَلٰى مُحَمَّدِنِ النَّبِيِّ، وَأَزْوَاجِهٖ أُمَّهَاتِ الْمُؤْمِنِيْنَ، وَذُرِّيَّتِهٖٖ وَأَهْلِ بَيْتِهٖ، كَمَا صَلَّيْتَ عَلٰى آلِ إِبْرَاهِيْمَ إِنَّكَ حَمِيْدٌ
مَّجِيْدٌ.
ইয়া আল্লাহ! নবী মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি রহমত বর্ষণ করুন এবং তাঁর স্ত্রীগণ-উম্মাহাতুল মুমিনীনের উপর, তাঁর সন্তান-সন্ততি ও নিকটাত্মীয়দের প্রতিও; যেমন রহমত বর্ষণ করেছেন ইবরাহীম আ.-এর পরিজনদের প্রতি। আপনি নিশ্চয়ই অতি প্রশংসনীয়, মহা মহীয়ান। -সুনানে আবু দাউদ, হাদীস ৯৮২; সুনানে কুবরা, বাইহাকী ২/১৫১; আলকাউলুল বাদী‘, পৃ. ১১৭ (সালিহ লিলআমাল)

৭.اَللّٰهُمَّ رَبَّ هٰذِهِ الدَّعْوَةِ التَّامَّةِ، وَالصَّلَاةِ النَّافِعَةِ، صَلِّ عَلٰى مُحَمَّدٍ، وَارْضَ عَنْهُ رِضًا لَا سَخَطَ بَعْدَهُ
হে আল্লাহ! হে এই পরিপূর্ণ আহ্বান ও কল্যাণকর সালাতের পরওয়ারদেগার। আপনি রহমত বর্ষণ করুন মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি এবং সন্তুষ্ট হয়ে যান তাঁর প্রতি এমনভাবে, যার পর হতে পারে না কোনো অসন্তোষ। -মুসনাদে আহমাদ, হাদীস ১৪৬১৯; আমালুল ইয়াওমি ওয়াল লাইলাহ, ইবনুস সুন্নী, হাদীস ৯৬; আলমুজামুল আওসাত, তবারানী, হাদীস ১৯৬; জিলাউল আফহাম, পৃ. ৪৪৪ (৩৯১) (সালিহ লিলআমাল)

৮. اَللّٰهُمَّ صَلِّ عَلٰى مُحَمَّدٍ، وَّعَلٰى آلِ مُحَمَّدٍ، كَمَا صَلَّيْتَ عَلٰى إِبْرَاهِيْمَ وَآلِ إِبْرَاهِيْمَ، وَبَارِكْ عَلٰى مُحَمَّدٍ، وَّعَلٰى آلِ مُحَمَّدٍ،
كَمَا بَارَكْتَ عَلٰى إِبْرَاهِيْمَ وَآلِ إِبْرَاهِيْمَ، وَتَرَحَّمْ عَلٰى مُحَمَّدٍ، وَّعَلٰى آلِ مُحَمَّدٍ، كَمَا تَرَحَّمْتَ عَلٰى إِبْرَاهِيْمَ وَآلِ إِبْرَاهِيْمَ.
ইয়া আল্লাহ! রহমত বর্ষণ করুন মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তাঁর পরিবারবর্গের উপর, যেমনটি বর্ষণ করেছেন ইবরাহীম আলাইহিস সালাম ও তাঁর পরিবারবর্গের উপর। বরকত নাযিল করুন মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তাঁর পরিবারবর্গের উপর, যেমনটি নাযিল করেছেন ইবরাহীম আলাইহিস সালাম ও তাঁর পরিবারবর্গের উপর। অনুগ্রহ নাযিল করুন মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তাঁর পরিবারবর্গের উপর, যেমনটি করেছেন ইবরাহীম আলাইহিস সালাম ও তাঁর পরিবারবর্গের উপর। -আলআদাবুল মুফরাদ, হাদীস ৬৪১; আলকাউলুল বাদী‘, পৃ. ১১২ (সহীহ)

৯. اَللّٰهُمَّ صَلِّ عَلٰى مُحَمَّدٍ وَّأَزْوَاجِهٖ وَذُرِّيَّتِهٖ، كَمَا صَلَّيْتَ عَلٰى آلِ إِبْرَاهِيْمَ، وَبَارِكْ عَلٰى مُحَمَّدٍ وَّأَزْوَاجِهٖ وَذُرِّيَّتِهٖ، كَمَا بَارَكْتَ
عَلٰى آلِ إِبْرَاهِيْمَ، إِنَّكَ حَمِيْدٌ مَّجِيْدٌ.
ইয়া আল্লাহ! মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তাঁর স্ত্রী-সন্তানদের প্রতি রহমত বর্ষণ করুন, যেমনটি করেছেন ইবরাহীম আ.-এর পরিবারবর্গের প্রতি। আর বরকত নাযিল করুন মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তাঁর স্ত্রী-সন্তানদের প্রতি, যেমনটি নাযিল করেছেন ইবরাহীম আ.-এর পরিবারবর্গের প্রতি। আপনি প্রশংসিত, অতি মহীয়ান। -সহীহ বুখারী, হাদীস ৬৩৬০; সহীহ মুসলিম, হাদীস ৪০৭; জিলাউল আফহাম, পৃ. ১ ৫ (৪)

১০.اَللّٰهُمَّ صَلِّ عَلٰى مُحَمَّدِنِ النَّبِيِّ الْأُمِّيِّ وَعَلٰى آلِ مُحَمَّدٍ، كَمَا صَلَّيْتَ عَلٰى إِبْرَاهِيْمَ وَعَلٰى آلِ إِبْرَاهِيْمَ، وَبَارِكْ عَلٰى مُحَمَّدِنِ
النَّبِيِّ الْأُمِّيِّ وَعَلٰى آلِ مُحَمَّدٍ، كَمَا بَارَكْتَ عَلٰى إِبْرَاهِيْمَ وَعَلٰى آلِ إِبْرَاهِيْمَ، إِنَّكَ حَمِيْدٌ مَّجِيْدٌ.
ইয়া আল্লাহ! উম্মী নবী মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তাঁর স্ত্রী-সন্তানদের প্রতি রহমত বর্ষণ করুন, যেমনটি করেছেন ইবরাহীম আলাইহিস সালামের পরিবারবর্গের প্রতি। আর বরকত নাযিল করুন উম্মী নবী মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তাঁর স্ত্রী-সন্তানদের প্রতি, যেমনটি নাযিল করেছেন ইবরাহীম আ.-এর পরিবারবর্গের প্রতি। আপনি প্রশংসিত, অতি মহীয়ান। -সহীহ ইবনে খুযাইমা, হাদীস ৭১১; সুনানে আবু দাউদ, হাদীস ৯৮১; জিলাউল আফহাম, পৃ. ৭ (১)

১১. اَللّٰهُمَّ صَلِّ عَلٰى مُحَمَّدٍ وَّعَلٰى آلِ مُحَمَّدٍ، كَمَا صَلَّيْتَ عَلٰى إِبْرَاهِيْمَ وَآلِ إِبْرَاهِيْمَ، إِنَّكَ حَمِيْدٌ مَّجِيْدٌ، وَبَارِكْ عَلٰى مُحَمَّدٍ
وَّعَلٰى آلِ مُحَمَّدٍ، كَمَا بَارَكْتَ عَلٰى إِبْرَاهِيْمَ وَآلِ إِبْرَاهِيْمَ، إِنَّكَ حَمِيْدٌ مَّجِيْدٌ.
ইয়া আল্লাহ! মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তাঁর পরিবারবর্গের প্রতি রহমত বর্ষণ করুন, যেমনটি করেছেন ইবরাহীম আলাইহিস সালাম ও তাঁর পরিবারবর্গের প্রতি। নিশ্চয়ই আপনি প্রশংসনীয়, মহীয়ান। আর মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তাঁর পরিবারবর্গের প্রতি বরকত নাযিল করুন, যেমনটি করেছেন ইবরাহীম আলাইহিস সালাম ও তাঁর পরিবারবর্গের প্রতি। নিশ্চয়ই আপনি প্রশংসিত, মহিমান্বিত। -সুনানে নাসায়ী, ৩/৪৮; সুনানে কুবরা (নাসায়ী), হাদীস ১২১৪; মুসনাদে বায্যার, হাদীস ৯৪২; জিলাউল আফ্হাম, পৃ. ১৯ (৯) (সহীহ)

১২.اَللّٰهُمَّ اجْعَلْ صَلَوَاتِكَ وَرَحْمَتَكَ عَلٰى مُحَمَّدٍ، وَّأَزْوَاجِهٖ وَذُرِّيَّتِهٖ، وَأُمَّهَاتِ الْمُؤْمِنِيْنَ، كَمَا صَلَّيْتَ عَلٰى آلِ إِبْرَاهِيْمَ،
إِنَّكَ حَمِيْدٌ مَّجِيْدٌ.
ইয়া আল্লাহ! আপনার দয়া ও রহমতের বারিধারা বর্ষণ করুন মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, তাঁর স্ত্রীগণ-উম্মাহাতুল মুমিনীন ও সন্তানদের প্রতি, যেমন রহমত নাযিল করেছেন ইবরাহীম আলাইহিস সালামের পরিবারবর্গের প্রতি। নিঃসন্দেহে আপনি প্রশংসিত, মহীয়ান। -আলকামিল, ইবনে আদী ৩/৩৪৪; জিলাউল আফ্হাম, পৃ. ২৫ (১৪) (সালিহ লিলআমাল)

১৩. اَللّٰهُمَّ صَلِّ عَلٰى مُحَمَّدٍ، وَّبَارِكْ عَلٰى مُحَمَّدٍ، كَمَا صَلَّيْتَ وَبَارَكْتَ عَلٰى إبْرَاهِيْمَ وَآلِ إبْرَاهِيْمَ، إنَّكَ حَمِيْدٌ مَّجِيْدٌ
ইয়া আল্লাহ! রহমত বর্ষণ করুন মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর উপর এবং বরকত নাযিল করুন মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর উপর, যেমন রহমত ও বরকত নাযিল করেছেন ইবরাহীম আলাইহিস সালাম ও তাঁর পরিবারবর্গের উপর। নিশ্চয়ই আপনি প্রশংসিত, মহীয়ান। -আলমুদাওওয়ানাতুল কুবরা, সুহনূন, ১/১৫৯; জিলাউল আফ্হাম, পৃ. ৪৩৪ (৩৭৬) (টীকা) (সালিহ লিলআমাল)

১৪. اَللّٰهُمَّ صَلِّ عَلٰى مُحَمَّدٍ وَّسَلِّمْ
হে আল্লাহ! মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর রহমত ও শান্তি বর্ষণ করুন। -মুসান্নাফে আব্দুর রায্যাক, হাদীস ১৬৬৪; মুসনাদে আহমাদ, হাদীস ২৬৪১৬; জামে তিরমিযী, হাদীস ৩১৪; জিলাউল আফ্হাম, পৃ. ৪৪৯ (৪০২); নাতাইজুল আফকার ১/২৮৩ (সালিহ লিলআমাল)

১৫. اَللّٰهُمَّ صَلِّ عَلٰى مُحَمَّدٍ وَّعَلٰى آلِ مُحَمَّدٍ
হে আল্লাহ! মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তাঁর পরিবারবর্গের উপর রহমত বর্ষণ করুন। -সুনানে নাসায়ী ৩/৪৯; সুনানে কুবরা (নাসায়ী), হাদীস ১২১৬ (সহীহ)
১৬. اَللّٰهُمَّ اجْعَلْ صَلَوَاتِكَ وَبَرَكَاتِكَ عَلٰى آلِ مُحَمَّدٍ، كَمَا جَعَلْتَهَا عَلٰى آلِ إِبْرَاهِيْمَ، إِنَّكَ حَمِيْدٌ مَّجِيْدٌ
হে আল্লাহ! আপনার রহমত ও বরকত দান করুন মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারবর্গকে, যেরকম দান করেছেন ইবরাহীম আলাইহিস সালামের পরিবারবর্গকে। আপনি নিঃসন্দেহে অতি প্রশংসিত, মহীয়ান। -মুসান্নাফে ইবনে আবী শায়বা, হাদীস ৮৭২৬; ফাদলুস সালাত, হাদীস ৬৫; জিলাউল আফ্হাম, পৃ. ১৩১ (১৬৩); আলকাউলুল বাদী‘, পৃ. ১০৪ (সহীহ)

১৭. اَللّٰهُمَّ صَلِّ عَلٰى‏ مُحَمَّدٍ عَبْدِكَ وَرَسُوْلِكَ وَأَهْلِ بَيْتِهٖ، كَمَا صَلَّيْتَ عَلٰى‏ آلِ إِبْرَاهِيْمَ، إِنَّكَ حَمِيْدٌ مَّجِيْدٌ
হে আল্লাহ! রহমত বর্ষণ করুন আপনার বান্দা ও রাসূল মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তাঁর পরিবারবর্গের প্রতি, যেমন রহমত বর্ষণ করেছেন ইবরাহীম আলাইহিস সালাম ও তাঁর পরিবারবর্গের প্রতি। নিশ্চয়ই আপনি প্রশংসিত, মহিমান্বিত। -ফাদলুস সালাত, হাদীস ৬৪; জিলাউল আফ্হাম, পৃ. ১৩১ (১৬২); আলকাউলুল বাদী‘, পৃ. ১০৪ (সহীহ)

১৮. اَللّٰهُمَّ صَلِّ عَلٰى مُحَمَّدٍ وَّعَلٰى أَهْلِ بَيْتِهٖ، وَعَلٰى أَزْوَاجِهٖ وَذُرِّيَّتِهٖ، كَمَا صَلَّيْتَ عَلٰى إبْرَاهِيْمَ وَعَلٰى آلِ إبْرَاهِيْمَ، إِنَّكَ حَمِيْدٌ
مَّجِيْدٌ، وَبَارِكْ عَلٰى مُحَمَّدٍ وَّعَلٰى أَهْلِ بَيْتِهٖ،وَأَزْوَاجِهٖ وَذُرِّيَّتِهٖ، كَمَا بَارَكْتَ عَلٰى إبْرَاهِيْمَ وَعَلٰى آلِ إبْرَاهِيْمَ، إِنَّكَ حَمِيْدٌ مَّجِيْدٌ.
হে আল্লাহ! আপনি রহমত বর্ষণ করুন মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ও আহলে বাইতের উপর এবং তাঁর স্ত্রী ও সন্তানাদির উপর, যেমন রহমত বর্ষণ করেছেন ইবরাহীম আলাইহিস সালামের উপর এবং ইবরাহীম আলাইহিস সালামের পরিবারবর্গের উপর। নিঃসন্দেহে আপনি প্রশংসিত ও মহিমান্বিত।
এবং আপনি বরকত নাযিল করুন মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ও তাঁর আহলে বাইতের উপর এবং তাঁর পত্নীবর্গ ও বংশধরের উপর, যেমন আপনি বরকত নাযিল করেছেন ইবরাহীম আলাইহিস সালামের উপর এবং তাঁর পরিবারের উপর। নিঃসন্দেহে আপনি চিরপ্রশংসিত মহাগৌরবান্বিত। -মুসান্নাফে আবদুর রায্যাক, হাদীস ৩১০৩; মুসনাদে আহমাদ, হাদীস ২৩১৭৩; আলকাউলুল বাদী‘, পৃ. ১১৪ (সহীহ)

১৯. اَلسَّلاَمُ عَلَيْكَ أَيُّهَا النَّبِيُّ وَرَحْمَةُ اللهِ وَبَرَكَاتُهٗ
আপনার উপর শান্তি বর্ষিত হোক হে নবী! এবং বর্ষিত হোক আল্লাহর রহমত ও বরকত। -সহীহ বুখারী, হাদীস ৮৩১

২০. اَلسَّلاَمُ عَلٰى النَّبِيِّ وَرَحْمَةُ اللهِ وَبَرَكَاتُهٗ
শান্তি বর্ষিত হোক নবীজীর উপর এবং বর্ষিত হোক আল্লাহর রহমত ও তাঁর বরকত। -মুয়াত্তা মালেক, তাশাহ্হুদ অধ্যায়

২১. اَللّٰهُمَّ صَلِّ عَلٰى مُحَمَّدٍ عَبْدِكَ وَرَسُوْلِكَ النَّبِيِّ الْأُمِّيِّ، وَعَلٰى آلِ مُحَمَّدٍ وَّأَزْوَاجِهٖ وَذُرِّيَّتِهٖ، كَمَا صَلَّيْتَ عَلٰى إبْرَاهِيْمَ وَعَلٰى
آلِ إبْرَاهِيْمَ، وَبَارِكْ عَلٰى مُحَمَّدٍ وَّعَلٰى آلِ مُحَمَّدٍ وَّأَزْوَاجِهٖ وَذُرِّيَّتِهٖ، كَمَا بَارَكْتَ عَلٰى إبْرَاهِيْمَ وَعَلٰى آلِ إبْرَاهِيْمَ فِي الْعَالَمِيْنَ، إنَّكَ حَمِيْدٌ مَّجِيْدٌ.
ইয়া আল্লাহ! রহমত বর্ষণ করুন আপনার বান্দা, আপনার রাসূল, উম্মী নবী মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তাঁর পরিবারবর্গ, স্ত্রী ও সন্তান-সন্ততির উপর, যেমন রহমত বর্ষণ করেছেন ইবরাহীম আলাইহিস সালাম ও তাঁর পরিবারবর্গের উপর।
এবং আপনি বরকত নাযিল করুন মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর এবং তাঁর পরিবারবর্গ, স্ত্রী ও সন্তান-সন্ততির উপর, যেমন আপনি গোটা জগতে বরকত নাযিল করেছেন ইবরাহীম আলাইহিস সালামের উপর ও তাঁর পরিবারবর্গের উপর। নিশ্চয়ই আপনি প্রশংসিত গৌরবান্বিত। -আলমাজমু‘, নববী ৪/৫৪০; আলকাউলুল বাদী‘, পৃ. ১৪৯
বি. দ্র. উক্ত পাঠটি কয়েকটি হাদীস থেকে রচিত : সহীহ বুখারী, হাদীস ৬৩৫৮ ও ৬৩৬০; সহীহ মুসলিম, হাদীস ৪০৫; সহীহ ইবনে খুযাইমা, হাদীস ৭১১

২২. اَللّٰهُمَّ صَلِّ وَسَلِّمْ عَلٰى مُحَمَّدٍ وَّعَلٰى‏ آلِ مُحَمَّدٍ
ইয়া আল্লাহ! আপনি রহমত ও প্রশান্তি অবতীর্ণ করুন মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর এবং তাঁর পরিবারবর্গের উপর। -আলআযকার নাববী, পৃ. ১৭৭; আলকাউলুল বাদী‘, পৃ. ৪০০ (সালিহ লিলআমাল)

২৩.صَلّى اللهُ عَلٰى‏ النَّبِيِّ وَسَلَّمَ
রহমত ও শান্তি অবতীর্ণ হোক নবীজীর উপর। -নাতাইজুল আফকার, ইবনে হাজার ১/২৮৩ (সহীহ)

২৪. اَللّٰهُمَّ صَلِّ عَلٰى مُحَمَّدٍ وَّعَلٰى آلِ مُحَمَّدٍ، وَّبَارِكْ عَلٰى مُحَمَّدٍ وَّعَلٰى آلِ مُحَمَّدٍ، كَمَا صَلَّيْتَ وَبَارَكْتَ عَلٰى إِبْرَاهِيْمَ وَآلِ
إِبْرَاهِيْمَ، إِنَّكَ حَمِيْدٌ مَّجِيْدٌ.
হে আল্লাহ! আপনি রহমত নাযিল করুন মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তাঁর পরিবারের উপর। এবং বরকত নাযিল করুন মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তাঁর পরিবারবর্গের উপর। যেমন আপনি সালাত ও বরকত নাযিল করেছেন ইবরাহীম আলাইহিস সালাম ও তাঁর পরিবারবর্গের উপর। নিঃসন্দেহে আপনি প্রশংসিত গৌরবান্বিত। -শরহু মুশকিলিল আসার, হাদীস ২২৪০; জিলাউল আফ্হাম, পৃ. ২৭ (১৭) (সহীহ)

২৫.اَللّٰهُمَّ صَلِّ عَلٰى مُحَمَّدٍ كَمَا صَلَّيْتَ عَلٰى آلِ إِبْرَاهِيْمَ، اَللّٰهُمَّ بَارِكْ عَلٰى مُحَمَّدٍ كَمَا بَارَكْتَ عَلٰى آلِ إِبْرَاهِيْمَ
হে আল্লাহ! আপনি মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর রহমত নাযিল করুন, যেমন রহমত নাযিল করেছেন ইবরাহীম আলাইহিস সালামের পরিবারবর্গের উপর।
হে আল্লাহ! আপনি মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর বরকত নাযিল করুন যেমন বরকত নাযিল করেছেন ইবরাহীম আলাইহিস সালামের পরিবারবর্গের উপর। -সুনানে কুবরা, নাসায়ী, হাদীস ৯৭৯৬; জিলাউল আফ্হাম, পৃ. ১০২ (১১১) (সহীহ)

২৬. اَلسَّلاَمُ عَلٰى رَسُوْلِ اللهِ، اَللّٰهُمَّ صَلِّ عَلٰى مُحَمَّدٍ وَّعَلٰى آلِ مُحَمَّدٍ، وَاغْفِرْ لَنَا وَسَهِّلْ لَنَا أَبْوَابَ رَحْمَتِكَ
শান্তি বর্ষিত হোক রাসূলুল্লাহ্র প্রতি। হে আল্লাহ! আপনি রহমত বর্ষণ করুন মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি এবং তাঁর পরিবার-পরিজনের প্রতি। আপনি আমাদের ক্ষমা করে দিন এবং আমাদের জন্য আপনার রহমতের দরজাসমূহ সহজ করে দিন। -ফাদলুস সালাত, হাদীস ৮২ (সালিহ লিল আমাল)

২৭. صَلَّى اللهُ عَلَى النَّبِيِّ مُحَمَّدٍ
আল্লাহ রহমত বর্ষণ করুন নবী মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। -সুনানে নাসায়ী, হাদীস ১৭৪৬ (সহীহ)

২৮. হযরত আবু বকর রা.-এর দরূদ-
اَللّٰهُمَّ صَلِّ عَلى مُحَمَّدٍ عَبْدِكَ وَرَسُوْلِكَ وَنَبِيِّكَ وَحَبِيْبِكَ وَأَمِيْنِكَ وَخَيْرَتِكَ وَصَفْوَتِكَ بِأَفْضَلِ مَا صَلَّيْتَ بِه عَلى أَحَدٍ مَّنْ خَلْقِكَ اَللّهُمَّ وَاجْعَلْ صَلَوَاتِكَ وَمُعَافَاتِكَ وَرَحْمَتِكَ عَلى سَيِّدِ الْمُرْسَلِيْنَ وَخَاتَمِ النَّبِيِّيْنَ وَإِمَامِ الْمُتَّقِيْنَ مُحَمَّدٍ قَائِدِ الْخَيْرِ وَإِمَامِ الْخَيْرِ وَرَسُوْلِ الرَّحْمَةِ.
হে আল্লাহ! রহমত বর্ষণ করুন আপনার নবী ও রাসূল, প্রিয়তম ও বিশ্বস্ত, নির্বাচিত ও মনোনীত বান্দা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। এমন রহমত, যা আপনার মাখলুকের মধ্যে যে কারও উপর নাযিলকৃত রহমতের চেয়ে উত্তম। হে আল্লাহ! আপনার অবারিত রহমত, অসীম ক্ষমা, অনুগ্রহ ও বরকত দান করুন সকল রাসূলের সর্দার, সর্বশেষ নবী, মুত্তাকীদের ইমাম মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, যিনি কল্যাণ সঞ্চালক, মঙ্গলের পথিকৃৎ ও রহমতের অগ্রদূত। -ইহইয়াউ উলূমুদ্দীন ৯/৪০০; ইতহাফু সাদাতিল মুত্তাকীন ১০/৩০২

২৯. (আবদুল্লাহ ইবনে মাসউদ রা.-এর দরূদ-১)
اَللّٰهُمَّ اجْعَلْ صَلَوَاتِكَ، وَرَحْمَتَكَ، وَبَرَكَاتِكَ عَلٰى سَيِّدِ الْمُرْسَلِيْنَ، وَإِمَامِ الْمُتَّقِيْنَ، وَخَاتَمِ النَّبِيِّيْنَ، مُحَمَّدٍ عَبْدِكَ وَرَسُوْلِكَ، إِمَامِ الْخَيْرِ، وَقَائِدِ الْخَيْرِ، وَرَسُوْلِ الرَّحْمَةِ، اَللّٰهُمَّ ابْعَثْهُ مَقَامًا مَّحْمُوْدًا، يَغْبِطُهٗ بِهِ الْأَوَّلُوْنَ وَالْآخِرُوْنَ، اَللّٰهُمَّ صَلِّ عَلٰى مُحَمَّدٍ، وَّعَلٰى آلِ مُحَمَّدٍ، كَمَا صَلَّيْتَ عَلٰى إِبْرَاهِيْمَ، وَعَلٰى آلِ إِبْرَاهِيْمَ، إِنَّكَ حَمِيْدٌ مَّجِيْدٌ، اَللّٰهُمَّ بَارِكْ عَلٰى مُحَمَّدٍ، وَعَلٰى آلِ مُحَمَّدٍ، كَمَا بَارَكْتَ عَلٰى إِبْرَاهِيْمَ، وَعَلٰى آلِ إِبْرَاهِيْمَ، إِنَّكَ حَمِيْدٌ مَّجِيْدٌ.
ইয়া আল্লাহ! আপনার দয়া, রহমত ও বরকতের বারিধারা বর্ষণ করুন সকল রাসূলদের সর্দার, মুত্তাকীদের ইমাম, সর্বশেষ নবী, আপনার বান্দা ও রাসূল মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যিনি ছিলেন কল্যাণের পথিকৃৎ, মঙ্গল সঞ্চালক ও রহমতের অগ্রদূত।
ইয়া আল্লাহ! তাঁকে দান করুন এমন প্রশংসিত মাকাম, যা দেখে ঈর্ষা করবে আগে-পরের সকলেই।
হে আল্লাহ! আপনি রহমত বর্ষণ করুন মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তাঁর পরিবারবর্গের প্রতি, যেমনটি বর্ষণ করেছেন ইবরাহীম আলাইহিস সালাম ও তাঁর পরিবারবর্গের প্রতি। নিশ্চয়ই আপনি সুপ্রশংসিত মহীয়ান।
হে আল্লাহ! আপনি বরকত নাযিল করুন মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তাঁর পরিবারবর্গের প্রতি, যেমনটি নাযিল করেছেন ইবরাহীম আলাইহিস সালাম ও তাঁর পরিবারবর্গের প্রতি। নিঃসন্দেহে আপনি প্রশংসনীয়, মহিমান্বিত। -সুনানে ইবনে মাজাহ, হাদীস ৯০৬; আলমুজামুল কাবীর, তবারানী, হাদীস ৮৫৯৪; মুসনাদে আবু ইয়ালা, হাদীস ৫২৪৫; জিলাউল আফ্হাম, পৃ. ৫৪ (৪২); আলকাউলুল বাদী‘, পৃ. ১২৬ (সহীহ)

৩০. (আবদুল্লাহ ইবনে মাসউদ রা.-এর দরূদ-২)
اَللّٰهُمَّ صَلِّ عَلٰى‏ مُحَمَّدٍ النَّبِيِّ الأُمِّيِّ.
ইয়া আল্লাহ, আপনি উম্মী নবী মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর রহমত বর্ষণ করুন। -আত্তারগীব ওয়াত্ তারহীব, কিওয়ামুস্ সুন্নাহ, হাদীস ১৬৫৪; জিলাউল আফ্হাম, পৃ. ৮৮ (৮২); আলকাউলুল বাদী‘, পৃ. ৩৭৯ (সহীহ)

৩১. (আবদুল্লাহ ইবনে আব্বাস রা.-এর দরূদ)
اَللّٰهُمَّ صَلِّ عَلٰى مُحَمَّدٍ عَبْدِكَ وَرَسُوْلِكَ؛ أًفْضَلَ مَا صَلَّيْتَ عَلٰى أَحَدٍ مِّنْ خَلْقِكَ أجْمَعِيْنَ.
হে আল্লাহ! আপনি আপনার বান্দা ও রাসূল মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর রহমত বর্ষণ করুন- এমন রহমত, যা আপনার সমস্ত মাখলুকের প্রতি আপনার নাযিলকৃত রহমতসমূহের মধ্যে সর্বোত্তম। -আলই‘লাম, নুমাইরী, বর্ণনা ১৯৩ (সনদ সালিহ)

৩২. (হাসান বসরী রাহ.-এর দরূদ-১)
اَللّٰهُمَّ اجْعَلْ صَلَوَاتِكَ وَبَرَكَاتِكَ عَلٰى‏ آلِ مُحَمَّدٍ، كَمَا جَعَلْتَهَا عَلٰى‏ آلِ إِبْرَاهِيْمَ، إِنَّكَ حَمِيْدٌ مَّجِيْدٌ، اَلسَّلَامُ عَلَيْكَ أَيُّهَا النَّبِيُّ وَرَحْمَةُ اللهِ وَبَرَكَاتُهٗ، وَمَغْفِرَةُ اللهِ وَرِضْوَانُهٗ، اَللّٰهُمَّ اجْعَلْ مُحَمَّدًا مِّنْ أَكْرَمِ عِبَادِكَ عَلَيْكَ، وَمِنْ أَرْفَعِهِمْ عِنْدَكَ دَرَجَةً، وَأَعْظَمِهِمْ خَطَرًا، وَأَمْكَنِهِمْ عِنْدَكَ شَفَاعَةً، اَللّٰهُمَّ أَتْبِعْهُ مِنْ أُمَّتِهٖ وَذُرِّيَّتِهٖ مَا تَقِرُّ بِهٖ عَيْنُهٗ، وَاجْزِهٖ عَنَّا خَيْرَ مَا جَزَيْتَ نَبِيًّا عَنْ أُمَّتِهٖ، وَاجْزِ الأَنْبِيَاءَ كُلَّهُمْ خَيْراً، وَسَلَامٌ عَلٰى‏ المُرْسَلِيْنَ وَالْحَمْدُ لِلهِ رَبِّ العَالَمِيْنَ.
হে আল্লাহ! আপনি মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারের উপর রহমত ও বরকত অবতীর্ণ করুন, যেমন তা অবতীর্ণ করেছেন ইবরাহীম আলাইহিস সালামের পরিবারের উপর। নিশ্চয়ই আপনি প্রশংসিত, গৌরবান্বিত।
হে নবী! আপনার উপর শান্তি, আল্লাহর রহমত-বরকত, আল্লাহর ক্ষমা ও সন্তুষ্টি অবতীর্ণ হোক।
হে আল্লাহ, আপনি মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আপনার কাছে সবচে সম্মানিত বান্দা ও সর্বোচ্চ মর্যাদায় অধিষ্ঠিত এবং সর্বাধিক মাহাত্ম্যের অধিকারী এবং আপনার কাছে সুপারিশে সবচে বেশি অগ্রগামীদের অন্তর্ভুক্ত করুন। আল্লাহ, তাঁর পরে তাঁর উম্মত ও পরিবার-পরিজনের মধ্যে দান করুন এমন বিষয়, যা দ্বারা তাঁর চক্ষু শীতল হবে। এবং আমাদের পক্ষ থেকে তাঁকে দান করুন সর্বোত্তম প্রতিদান, উম্মতের পক্ষ থেকে নবীকে আপনি যে প্রতিদান দিয়ে থাকেন।
নবীদের সকলকে আপনি দান করুন উত্তম প্রতিদান। রাসূলদের উপর বর্ষিত হোক সালাম। সকল প্রশংসা আল্লাহর, যিনি জগৎসমূহের প্রতিপালক। -আলই‘লাম, নুমাইরী, হাদীস ৯৮; আলকাউলুল বাদী‘, পৃ. ১২২ (সহীহ)

৩৩. (হাসান বসরী রাহ.-এর দরূদ-২)
اَللّٰهُمَّ صَلِّ عَلٰى‏ مُحَمَّدٍ، وَّعَلٰى‏ آلِهٖ وَأَصْحَابِهٖ، وَأَوْلَادِهٖ، وَأَهْلِ بَيْتِهٖ، وَذُرِّيَّتِهٖ، وَمُحِبِّيْهٖ، وَأَتْبَاعِهٖ، وَأَشْيَاعِهٖ، وَعَلَيْنَا مَعَهُمْ أَجْمَعِيْنَ، يَا أَرْحَمَ الرَّاحِمِيْنَ.
হে আল্লাহ! আপনি রহমত বর্ষণ করুন মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর এবং তাঁর পরিবার, সাথীবর্গ, সন্তানাদি, আহলে বাইত এবং তাঁর বংশধর, তাঁকে মহব্বতকারী, তাঁর অনুসরণকারী এবং তাঁর দলভুক্ত সকলের উপর। তাঁদের সাথে আমাদের সকলের উপরও- হে সকল দয়াময়ের দয়াময়! -আলই‘লাম, নুমাইরী, হাদীস ৯৯; আলকাউলুল বাদী‘, পৃ. ১২২ (সনদ সালিহ)

৩৪. (তালহা ইবনে মুসাররিফ রাহ.-এর দরূদ-১)
سَلاَمٌ عَلٰى مُحَمَّدٍ رَّسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، سَلاَمٌ عَلٰى الْمُرْسَلِيْنَ، وَالْحَمْدُ لِلهِ رَبِّ الْعَالَمِيْنَ.
শান্তি বর্ষিত হোক মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। শান্তি বর্ষিত হোক রাসূলগণের প্রতি এবং সকল প্রসংশা আল্লাহ রাব্বুল আলামীনের জন্য। -আলই‘লাম, নুমাইরী, বর্ণনা ৩৩০ (সহীহ)

৩৫. (তালহা ইবনে মুসাররিফ রাহ.-এর দরূদ-২)
أَدْعُوْ اللهَ وَأَدْعُوْ الرَّحْمٰنَ، وَأَدْعُوْكَ بِأَسْمَائِكَ الْحُسْنىٰ كُلِّهَا، لَا إِلٰهَ إِلَّا أَنْتَ سُبْحَانَكَ: أَنْ تُصَلِّيَ عَلٰى‏ مُحَمَّدٍ وَّعَلٰىآلِ مُحَمَّدٍ، كَمَا صَلَّيْتَ عَلٰى‏ آلِ إِبْرَاهِيْمَ،إِنَّكَ حَمِيْدٌ مَّجِيْدٌ، وَالسَّلَامُ عَلَيْهِ وَرَحْمَةُ اللهِ.
আমি আল্লাহর কাছে দুআ করছি, রহমানের কাছে দুআ করছি, আপনার কাছে আপনার সকল সুন্দর নামের মাধ্যমে দুআ করছি। আপনি ছাড়া কোনো ইলাহ নেই; আপনি পবিত্র। রহমত বর্ষণ করুন মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর এবং তাঁর পরিবারবর্গের উপর, যেমন রহমত বর্ষণ করেছেন ইবরাহীম আলাইহিস সালামের পরিবারবর্গের উপর। নিঃসন্দেহে আপনি প্রশংসিত, গৌরবান্বিত। তাঁর উপর নাযিল হোক সালাম ও আল্লাহর রহমত। -আলই‘লাম, নুমাইরী, হাদীস ১৪১; আলকাউলুল বাদী‘, পৃ. ৩৫৫ (সহীহ)

৩৬. (আলকামা রাহ.-এর দরূদ)
اَلسَّلَامُ عَلَيْكَ أَيُّهَا النَّبِيُّ وَرَحْمَةُ اللهِ وَبَرَكَاتُهُ، وَصَلَّى اللهُ وَمَلَائِكَتُهٗ عَلٰى مُحَمَّدٍ.
আপনার প্রতি শান্তি বর্ষিত হোক হে নবী! এবং বর্ষিত হোক আল্লাহর রহমত ও বরকত। আর আল্লাহ তাআলা রহমত বর্ষণ করুন মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি এবং তাঁর ফিরিশতাগণ রহমত বর্ষণের দুআ করুন মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। -মুসান্নাফে আবদুর রায্যাক, হাদীস ১৬৬৯; জিলাউল আফ্হাম, পৃ. ১৩৬ (১৭৩) (সহীহ)

৩৭. (আবু জাফর বাকির রাহ.-এর দরূদ)
اَللّٰهُمَّ رَبَّ الْحِلِّ وَالْحَرَمِ، وَرَبَّ الْبَلَدِ الْحَرَامِ، وَرَبَّ الرُّكْنِ وَالْمَقَامِ، وَرَبَّ الْمَشْعَرِ الْحَرَامِ، بِحَقِّ كُلِّ آيَةٍ أَنْزَلْتَهَا فِيْ شَهْرِ رَمَضَانَ، بَلِّغْ رُوْحَ مُحَمَّدٍ صَلّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ مِنِّيْ تَحِيَّةً وَّسَلَامًا.
হে আল্লাহ, হে হিল ও হারামের প্রতিপালক, সম্মানিত শহরের প্রতিপালক, রুকন ও মাকামে ইবরাহীমের প্রতিপালক, মাশআরে হারামের প্রতিপালক- রমযান মাসে আপনি যতগুলো নিদর্শন অবতীর্ণ করেছেন সবগুলোর ওসীলায় মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহে আপনি আমার পক্ষ থেকে শুভাশিস ও শান্তি পৌঁছে দিন। -জিলাউল আফ্হাম, পৃ. ৫১৬-৫১৭ (সহীহ)

৩৮. (জাফর সাদিক রাহ.-এর দরূদ)
اَللّٰهُمَّ وَأَسْأَلُكَ بِكُلِّ اسْمٍ هُوَ لَكَ، سَمَّيْتَهٗ فِيْ كِتَابِكَ، أَوْ عَلَّمْتَهٗ أَحَدًا مِّنْ خَلْقِكَ أَوِ اسْتَأْثَرْتَ بِهٖ فِيْ عِلْمِ الْغَيْبِ عِنْدَكَ، وَأَسْأَلُكَ بِالِاسْمِ الْأَعْظَمِ الْأَعْظَمِ الْأَعْظَمِ، الَّذِيْ إِذَا سُئِلْتَ بِهٖ كَانَ حَقًّا عَلَيْكَ أَنْ تُجِيْبَ، أَنْ تُصَلِّيَ عَلٰى مُحَمَّدٍ وَّعَلٰى آلِ مُحَمَّدٍ.
আল্লাহ! আমি আপনার কাছে প্রার্থনা করছি- আপনার যাবতীয় নামের ওসীলা দিয়ে, যা আপনিং আপনার কিতাবে বলেছেন বা আপনার সৃষ্টির কাউকে শিখিয়েছেন অথবা আপনার কাছে অদৃশ্যের জ্ঞানে তা গুপ্ত রেখেছেন এবং আপনার কাছে প্রার্থনা করছি সুমহান সুমহান সুমহান নামের ওসীলায়, যার ওসীলায় আপনার কাছে চাওয়া হলে সাড়া দেওয়া আপনি আবশ্যক করে নিয়েছেন- আপনি মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর এবং তাঁর পরিবারের উপর শান্তি বর্ষণ করুন। -আদ্দুআ, তবারানী, হাদীস ১০৩৯; আলকাউলুল বাদী‘, পৃ. ৪১৫
(সনদ সালিহ)

৩৯. (আইয়ুব ইবনে বাশীর রাহ.-এর দরূদ)
اَللّٰهُمَّ صَلِّ عَلٰى مُحَمَّدٍ عَبْدِكَ وَرَسُوْلِكَ، وَالسَّلَامُ عَلَيْهِ وَرَحْمَةُ اللهِ وَبَرَكَاتُهٗ.
ইয়া আল্লাহ! আপনি রহমত বর্ষণ করুন আপনার বান্দা, আপনার রাসূল মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। তাঁর উপর বর্ষিত হোক সালাম, আল্লাহর রহমত ও বারাকাত। -আলকাউলুল বাদী‘, পৃ. ৩৫৯ (সহীহ)

৪০. (সুফিয়ান সাওরী রাহ.-এর দরূদ)
صَلّى اللهُ وَمَلَائِكَتُهٗ عَلٰى‏ مُحَمَّدٍ وَّعَلٰى أَنْبِيَاءِ اللهِ وَمَلَائِكَتِهٖ.
আল্লাহ তাআলা রহমত বর্ষণ করুন মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর সকল নবী ও ফিরিশতাকুলের উপর এবং তাঁর ফিরিশতাগণ তাঁদের উপর রহমত বর্ষণের দুআ করুন। -জিলাউল আফ্হাম, পৃ. ৪৮৩ (৪৩৬) (সহীহ)

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button