চাঁদপুরের ফরিদগঞ্জে পুলিশ পরিচয়ে ছিনতাই: অটোরিকশা চালকের নগদ টাকা লুট
চাঁদপুরের ফরিদগঞ্জে পুলিশ পরিচয়ে সবুজ বেপারী নামে এক অটোরিকশা চালকের কাছ থেকে টাকা ছিনিয়ে নিয়েছে প্রতারকরা।
সোমবার (১৩ জানুয়ারি) মধ্যরাতে ফরিদগঞ্জ পৌরসভার চতুরা ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী সবুজ বেপারী চাঁদপুর সদরের রঘুনাথপুর এলাকার দুলাল বেপারীর ছেলে।
সবুজ বেপারী সাংবাদিকদের কাছে অভিযোগ করেন, লক্ষ্মীপুরের রায়পুর বাজার থেকে অটোরিকশা নিয়ে চাঁদপুরের গ্রামের বাড়িতে ফিরছিলেন তিনি। ফরিদগঞ্জের চতুরা ব্রিজ এলাকায় পৌঁছালে পুলিশ পরিচয় দিয়ে তার অটোরিকশার পথরোধ করা হয়।
এ সময় সঙ্গে কি আছে, তা জানতে চায়-কথিত ওই পুলিশ সদস্যরা। একপর্যায়ে তার অটোরিকশার বাক্সে থাকা কয়েক হাজার টাকা হাতিয়ে নেয় তারা। সবুজ বেপারী আরও বলেন, তিনজনের মধ্যে একজনের গায়ে পুলিশের পোশাক ছিল। অন্য দুজন সাদা পোশাকে। সিএনজিচালিত অটোরিকশা আরোহী ওই তিনজন থানায় চলো বলেই নিজেদের অটোরিকশা নিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।
এদিকে, রাতেই ফরিদগঞ্জ থানায় গিয়ে কথিত পুলিশ সদস্যদের শনাক্ত করার চেষ্টা করেন সবুজ বেপারী। কিন্তু তার সামনে কথা বলা এবং টাকা হাতিয়ে নেওয়া পুলিশ খুঁজে পাননি তিনি।
সবুজ বেপারী বলেন, চাঁদপুর থেকে বিভিন্ন সামগ্রী নিয়ে অটোরিকশায় ফেরি করে বিক্রি করেন তিনি। আর এসব সামগ্রী বিক্রির টাকা গুলো হাতিয়ে নেয় পুলিশ পরিচয় দেওয়া ওই লোকজন। যা তিনি গুণে টাকার অঙ্ক পরিমাণ জানার সুযোগও পাননি।
এ ঘটনায় ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহআলম জানান, তার থানার কোনো সদস্য ঘটনাস্থলে দায়িত্বে কিংবা রাতে টহলদলে ছিল না। তারপরও কারা পুলিশ পরিচয়ে এমন কাণ্ড করেছে, তা খতিয়ে দেখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন তিনি। তবে রাতেই পুলিশের বেশ কয়েকটি দল চতুরা ব্রিজ ও তার আশপাশে তল্লাশি চালিয়েছে। কিন্তু হদিস পায়নি পুলিশ পরিচয় দেয়া প্রতারক চক্রের।