সাংস্কৃতি

লালমাইয়ে সাইবার ক্রাইম ও সাইবার অপরাধ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

মোঃ জাহাঙ্গীর আলমঃ
“এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই”
এই প্রতিপাদ্যকে সামনে রেখে লালমাই উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে ১৬ই জানুয়ারী (বৃহস্পতিবার)সাইবার ক্রাইম ও সাইবার অপরাধ বিষয়ক কর্মশালায় উপজেলা যুব উন্নয়ন অফিসার মোঃ ফরহাদ আলম খান এর সভাপতিত্বে বাগমারা উচ্চ বিদ্যালয়ের হলরুমে অনুষ্ঠিত হয়েছে।
এতে উপজেলার বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থী ও স্থানীয় ৬০ জন যুবকদের নিয়ে এই কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
উক্ত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমাই উপজেলা নির্বাহী অফিসার এহসান মুরাদ। কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডাঃ ফাহমিদা আফরোজ, উপজেলা কৃষি অফিসার আউলিয়া খাতুন,উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ উল্লাহ, উপজেলা মহিলা বিষয়ক অফিসার মোঃ রফিকুল ইসলাম, উপজেলা আইসিটি অফিসার, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা,
এছাড়াও আরো উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা (R M O), লালমাই প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মোঃ জয়নাল আবেদীন জয়, প্রেস ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক ও লালমাই থিয়েটারের সভাপতি মোঃ জাহাঙ্গীর আলম, অধ্যক্ষ আবুল কালাম মজুমদার মহিলা কলেজের অধ্যক্ষ মোঃ শামীম ইকবাল, বাগমারা উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক মোঃ মনির আহমদ , বাগমারা বালিকা উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক মোঃ ফারুক আহমেদ,উত্তর দৌলতপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ তোফাজ্জল হোসেন।
এসময় উপজেলার স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, উপজেলা সমন্বয়ক বৃন্দ, স্থানীয় ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকগন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক মন্ডলী ও ছাত্র- ছাত্রী বৃন্দ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button