ইসলাম ধর্ম

হাদিসের আলোকে দু’আ কবুলের সুন্দর সময়গুলো:

১)রমাদান মাসে। (বুখারি, ১৮৯৮)
২) ফরজ সালাতের পর। (তিরমিযি, ৩৪৯৯)
৩) শেষ রাতে। (বুখারি, ১১৪৫)
৪) আযান ও ইকামাতের মধ্যবর্তী সময়। (আবূ দাঊদ, ৫২১)
৫) ফরয সালাতের আযানের সময়। (আবূ দাঊদ, ২৫৪০)

৬) ইকামাতের সময়। (ইবনু হিব্বান, ১৭৬৪)
৭) বৃষ্টির সময়। (আবূ দাঊদ, ২৫৪০)
৮) আল্লাহর রাস্তায় লড়াই তীব্র আকার ধারণ করলে। (আবূ দাঊদ, ২৫৪০)
৯) প্রতি রাতে কিছুসময়। (মুসলিম, ৭৫৭)
১০) জুমুআর দিন আসরের পর। (আহমাদ, ২/২৭২)

১১) সৎ নিয়তে জমজমের পানি পান করার সময়। (ইবনু মাজাহ, ৩০৬২)
১২) সালাতের সিজদাহ য়ে। (মুসলিম, ৪৮২)
১৩) রাতে ঘুম থেকে উঠে নির্দিষ্ট দুআ পড়ার পর। (বুখারি, ১১৫৪)
১৪) দুআ ইঊনুস পাঠ করার পর। (তিরমিযি, ৩৫০৫)
১৫) মুসিবতের সময় নির্দিষ্ট দুআ পাঠ করলে। (মুসলিম, ৯১৮)

১৬) কারও মৃত্যুর পর যখন সমবেত মানুষ দুআ করে। (মুসলিম, ৯২০)
১৭) সালাতের শুরুতে বিশেষ দুআ। (মুসলিম, ৬০১)
১৮) সালাতে সূরা ফাতিহা পড়ার সময়। (মুসলিম, ৩৯৫)
১৯) রুকূ থেকে ওঠার সময়। (বুখারি, ৭৯৯)
২০) সূরা ফাতিহার পর ফেরেশতাদের আমীন বলার সময়। (বুখারি, ৭৯৯)

২১) রুকূ থেকে উঠে বিশেষ দুআ পড়ার সময়। (বুখারি, ৭৯৬)
২২) সালাতের শেষ বৈঠকে নবি স.-এর ওপর দরুদ পড়ার পর। (তিরমিযি, ৫৯৩)
২৩) সালাতে সালাম ফেরানোর আগে। (নাসাঈ, ১৩০০)
২৪) ওযুর পর নির্দিষ্ট দুআ পাঠকালে। (মুসলিম, ২৩৪)
২৫) আরাফার দিন আরাফার ময়দানে। (তিরমিযি, ৩৫৮৫)

২৬) সূর্য ঢলে পড়ার পর, যুহরের আগে। (তিরমিযি, ৪৭৮)
২৭) লাইলাতুল কদরের রাতে। (তিরমিযি, ৩৫১৩)
২৮) যিকরের মজলিশে মুসলিমদের সমাবেশে। (বুখারি, ৬৪০৮)
২৯) মোরগ ডাকার সময়। (বুখারি, ৩৩০৩)
৩০) নেক কাজের ওসীলা দিয়ে দুআ করলে। (বুখারি, ২২১৫)
৩১) যিলহজ্জ্ব মাসের প্রথম দশ দিন। (বুখারি, ৯৬৯)

আল্লাহ সুবহানাহু ওয়াতাআ’লা আমাদেরকে সুন্দর সময়গুলোতে বেশি বেশি দু’আ করার তাওফিক দান করুন, আমীন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button