আন্তর্জাতিকরাজনীতিরাষ্ট্রনীতি

“গাজা উপত্যকা দখল না করলে সরকার উৎখাত করা হবে।”- নেতানিয়াহুর মন্ত্রী

দীর্ঘ ১৫ মাসের রক্তক্ষয়ী যুদ্ধের অবসান ঘটিয়ে রবিবার থেকে ফিলিস্তিনের গাজা উপত্যকায় যুদ্ধবিরতি কার্যকর হয়েছে। যুদ্ধবিরতির প্রথম দিন তিন ইসরায়েলি নারী জিম্মিকে মুক্তি দিয়েছে গাজার শাসকগোষ্ঠী হামাস। বিনিময়ে ৯০ ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দিয়েছে ইসরায়েল।

তবে প্রায় ৪৭ হাজার মানুষের প্রাণহানির পর এই যুদ্ধবিরতি কার্যকর হলেও হুমকি যেন থেকেই যাচ্ছে।

ইসরায়েলের উগ্র-কট্টর ডানপন্থি অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচ হুমকি দিয়ে বলেছেন, “গাজা উপত্যকা দখল না করলে সরকার উৎখাত করা হবে।”

একইসঙ্গে চরমপন্থি এই মন্ত্রী গাজা যুদ্ধবিরতি চুক্তিকে ‘খুব গুরুতর ভুল’ এবং ‘হামাসের কাছে আত্মসমর্পণ’ বলেও অভিহিত করেছেন।

ইসরায়েলের চরমপন্থি এই অর্থমন্ত্রী আর্মি রেডিওকে বলেন, “ইসরায়েলকে অবশ্যই গাজা দখল করে একটি অস্থায়ী সামরিক সরকার গঠন করতে হবে। কারণ হামাসকে পরাজিত করার অন্য কোনও উপায় নেই।”

তার ভাষায়, “আমি সরকারকে উৎখাত করব যদি তারা যুদ্ধে ফিরে না যায়।”

এর আগে, উগ্র ডানপন্থি জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন-গাভির গাজা যুদ্ধবিরতির পর ক্ষমতাসীন জোট থেকে তার দলকে প্রত্যাহারের ঘোষণা দেন। সরকার থেকে বেন-গাভিরের দল বেরিয়ে যাওয়ার পর ক্ষমতাসীন জোট এখনও ১২০ আসনের নেসেটে ৬২টি সংসদীয় আসন নিয়ে টিকে আছে। 

সূত্র: আনাদোলু এজেন্সি

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button