অপরাধ

লালমাইয়ে শিকারীপাড়ায় অবসরপ্রাপ্ত সেনাসদস্য রশিদের হামলায় প্রবাসীর বৃদ্ধ পিতা গুরুতর আহত

নিজস্ব সংবাদদাতাঃ
লালমাই উপজেলার বাকই উত্তর ইউনিয়নের শিকারীপাড়া (পাড়া ভাবকপাড়া) গ্রামে জমি নিয়ে বিরোধের জেরে অবসরপ্রাপ্ত আর্মি মোঃ আবদুর রশিদ (৮০) কতৃক বৃদ্ধ মোঃ ইউসুফ (৭৭)-এর ওপর নৃশংসভাবে হামলা চালিয়ে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে। গত শনিবার (১৮ জানুয়ারি) দুপুরে জমির সীমানা নিয়ে আপত্তি তোলায় এই হামলার ঘটনা ঘটে বলে স্থানীয় সূত্রে জানা যায়।

স্থানীয়রা জানিয়েছেন, মোঃ ইউসুফ জমির সীমানা ড্রেন কাটতে বাঁধা দিলে অবসরপ্রাপ্ত আর্মি মোঃ আবদুর রশিদ ক্ষুব্ধ হয়ে বৃদ্ধ মোঃ ইউসুফ এর উপর হামলা করে গুরুতর আহত করেন।মোঃ ইউসুফ এর ছেলেরা প্রবাসে থাকায় পরিবারটি বর্তমানে চরম নিরাপত্তাহীনতায় ভুগছে।

মোঃ ইউসুফ এর ছেলে প্রবাসী আবদুল হালিম জানান, আমার বাবার উপর এ ধরনের নৃশংস হামলা হয়েছে এবং আমরা এখন পরিবার নিয়ে আতঙ্কে আছি। প্রশাসনের কাছে দ্রুত দোষীকে গ্রেপ্তার ও বিচারের দাবি জানাই।

এদিকে, ১৯ জানুয়ারি রাতে সবুজ হোসাইন নামে একজন ফেসবুকে পোস্ট দিয়ে এ ঘটনার পক্ষে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন। তিনি বলেন, ঝগড়া বা মারামারি কখনো সমাধান হতে পারে না, প্রশাসনকে অবশ্যই দ্রুত পদক্ষেপ নিতে হবে।

এলাকার বাসিন্দারা এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে সুষ্ঠু তদন্ত এবং দোষীর দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন। তাদের মতে, একজন সেনাবাহিনীতে কর্মরত ছিলেন এমন ব্যক্তির কাছ থেকে এমন আচরণ অত্যন্ত লজ্জাজনক এবং অগ্রহণযোগ্য।

মোঃ ইউসুফের পরিবার ও স্থানীয় বাসিন্দারা লালমাই উপজেলা প্রশাসন এবং পুলিশের কাছে দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য আবেদন জানিয়েছেন।
এছাড়াও স্থানীয় জনসাধারণ অপরাধীকে দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্ত মূলক শাস্তি দাবি জানান।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button