এখন আমার সময় এসেছে, আমার ধমনী যেন সেই বিষের কারণে ছিঁড়ে যাচ্ছে।
হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের (সা.) মৃত্যুর কারণ বিষ খাওয়া নয়, তবে তাঁর জীবনের একটি ঘটনায় বিষ প্রাসঙ্গিক ছিল। খায়বার যুদ্ধে বিজয়ের পর এক ইহুদী নারী রাসুল (সা.)-এর জন্য বিষ মিশ্রিত খাবার পরিবেশন করেছিলেন। রাসুল (সা.) সেই খাবার গ্রহণ করার পরই বিষের প্রভাব সম্পর্কে অবগত হন এবং তা থুথু ফেলে দেন।
যদিও রাসুল (সা.) বিষের কারণে তৎক্ষণাৎ ক্ষতিগ্রস্ত হননি, তবে পরবর্তী জীবনে তিনি উল্লেখ করেছেন যে বিষের সেই প্রভাব তাঁর শরীরে থেকে গেছে। তাঁর জীবনের শেষ দিকে, বিশেষত মৃত্যুর আগে তিনি বলেছিলেন:
حَدَّثَنَا عُبَيْدُ اللَّهِ بْنُ سَعِيدٍ، حَدَّثَنَا أَبُو أُسَامَةَ، عَنْ هِشَامٍ، عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ ـ رضى الله عنها ـ قَالَتْ كَانَ النَّبِيُّ صلى الله عليه وسلم يَقُولُ فِي مَرَضِهِ الَّذِي مَاتَ فِيهِ ” يَا عَائِشَةُ، مَا أَزَالُ أَجِدُ أَلَمَ الطَّعَامِ الَّذِي أَكَلْتُ بِخَيْبَرَ، فَهَذَا أَوَانُ وَجَدْتُ انْقِطَاعَ أَبْهَرِي مِنْ ذَاكَ السَّمِّ ”.
বাংলা অনুবাদ
“রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর মৃত্যুবরণকালে যে রোগে আক্রান্ত হয়েছিলেন, সে সময় বলতেন, ‘হে আয়েশা! আমি এখনো সেই খাবারের ব্যথা অনুভব করছি যা আমি খায়বারে খেয়েছিলাম। এখন আমার সময় এসেছে, আমার ধমনী যেন সেই বিষের কারণে ছিঁড়ে যাচ্ছে।'”
(সহীহ বুখারি, হাদিস: ৪৪২৮)
তবে ইসলামী ঐতিহ্যে এটি স্পষ্ট যে, রাসুল (সা.)-এর মৃত্যু ছিল আল্লাহর পূর্ব নির্ধারিত পরিকল্পনার অংশ। বিষের প্রভাব তাঁর মৃত্যুর জন্য সহায়ক ভূমিকা পালন করলেও সরাসরি মৃত্যুর কারণ হিসেবে উল্লেখ করা হয়নি। এটি আল্লাহর ইচ্ছায় তাঁর দুনিয়ার জীবন সমাপ্তি ছিল।