হবিগঞ্জ উপজেলার কালনী গ্রামে প্রবাসী নিহতের ঘটনায় বাড়ি ঘরে হামলা ভাংচুর ও লুটপাট / আটক ৬
![](https://aparadhbichitra.com/wp-content/uploads/2025/01/WhatsApp-Image-2025-01-26-at-12.46.15-AM-1.jpeg)
২৬,জানুয়ারী,২০২৫ইং
হবিগঞ্জ জেলা প্রতিনিধিঃ
হবিগঞ্জ সদর উপজেলার রিচি ইউনিয়নের কালনী গ্রামে সংঘর্ষে প্রবাসী নিহতের ঘটনায় বাড়ি ঘরে হামলা, ভাংচুর ও লুটপাট চলছে। প্রায় শতাধিক গরু, বাছুর, হাঁস, মুরগি ইত্যাদি জিনিসপত্র লুট করে নিয়ে গেছে প্রতিপক্ষের লোকজন। এদিকে গ্রেফতার আতংকে গ্রামটি পুরুষশূণ্য হয়ে পড়েছে। গত বৃহস্পতিবার ময়নাতদন্ত শেষে প্রবাসী কাজী দিপু মিয়ার দাফন সম্পন্ন করা হয়েছে। এদিকে ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে ৬ জনকে আটক করেছে পুলিশ।
এ ছাড়াও পুলিশ অভিযান চালিয়ে বেশ কিছু দেশীয় অস্ত্র জব্দ করেছে। আটকরা হল, ওই গ্রামের গাজিউর রহমান (৩৪) সিজিল মিয়া (৩৫) সালা উদ্দিন (৩০) আমির উদ্দিন (৩২) হাবিবুর রহমান (৪৫) ও ইদু মিয়া (৫৫)। জানা যায়, গত বুধবার দুপুরে দুবাই প্রবাসী সামছু মিয়ার নেতৃত্বে বেশ কিছু লোকজন সাস্তু মিয়ার লোকজনের সাথে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয়পক্ষের ২০ জন আহতসহ একজন নিহত হয়। এদিকে একজন মারা যাবার খবর শুনে প্রতিপক্ষের লোকজন বাড়ি ছেড়ে পালিয়ে যায়। এ সুযোগে প্রতিপক্ষের লোকজন ভাংচুর ও লুটপাট চালায়।
খবর পেয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
ওসি আলমগীর কবির জানান, বর্তমানে ওই এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।