অপরাধ
দাকোপে স্ত্রীকে হত্যার পর স্বামীর আত্মহত্যা
![](https://aparadhbichitra.com/wp-content/uploads/2025/01/WhatsApp-Image-2025-01-29-at-11.06.27-AM-780x470.jpeg)
শিপন খলিফা,দাকোপ প্রতিনিধিঃ
খুলনার দাকোপে পারিবারিক কলহের জেরে স্ত্রীকে হত্যার পর স্বামী নিজেও আত্মহত্যা করেন।
মঙ্গলবার ২৮ (জানুয়ারি) সকালে উপজেলার রামনগর গ্রাম থেকে তাদের মরদেহ উদ্ধার করেছে দাকোপ থানা পুলিশ।
স্থানীয় সুত্রে জানা যায়, পারিবারিক কলহের জেরে এ ঘটনা ঘটেছে। পোল্ট্রি ফার্মের ঘরে ঘুমিয়ে থাকা স্ত্রী মলিনা মন্ডল (৩৭) কে মাথা ও মুখে মুগুর দিয়ে পিটিয়ে হত্যা করে স্বামী শচিন মন্ডল(৪২)। এরপর নিজে বিষপান ও গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে। গ্রামবাসী বিষয়টি জানতে পেরে থানায় অবগত করেন।
দাকোপ থানার অফিসার ইনচার্জ (ওসি) সিরাজুল ইসলাম বলেন, মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে।