দুর্ঘটনাপ্রশাসন

ম্যুরাল ভাঙার হুমকির খবরে সুপ্রিম কোর্টে সেনাবাহিনীর পাহারা

সুপ্রিম কোর্টের সামনে ম্যুরাল ভাঙার হুমকির খবরে ওই এলাকা জুড়ে নিরাপত্তাব্যবস্থা জোরদার করেছে আইন শৃঙ্খলাবাহিনীর সদস্যরা। আজ শনিবার সকাল ১০টা থেকে হাইকোর্টের চারপাশ ঘিরে রেখেছেন পুলিশ-সেনাবাহিনীর সদস্যরা।

আইনশৃঙ্খলার দায়িত্বে নিয়োজিত কর্মকর্তারা জানিয়েছেন, সুপ্রিম কোর্টের সামনে ম্যুরাল ভাঙা হতে পারে, এমন তথ্যের ভিত্তিতে নিরাপত্তা জোরদার করা হয়েছে। বিশৃঙ্খলা ঠেকানোসহ রাষ্ট্রীয় স্থাপনা রক্ষার দায়িত্ব পালন করছেন তারা।

এর আগে ৫ ফেব্রুয়ারি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ি ক্রেন দিয়ে ভাঙা হয়। বুধবার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ বাংলাদেশকে ‘ফ্যাসিবাদের তীর্থভূমি’ মুক্ত করার ঘোষণা দেওয়ার পর বাড়িতে হামলা ও অগ্নিসংযোগ করা হয়। সর্বশেষ রাত ১১টা ৬ মিনিটে বাড়িটি ভাঙা শুরু হয়।

৩২ নম্বরের আশপাশের কয়েকটি বাড়িতেও ভাঙচুর চালানো হয়। রাত ১১টায় ৩২ নম্বরের বাড়িটি ভাঙার জন্য বুলডোজারের জন্য বাড়িটির সামনে অপেক্ষা করছিলেন ছাত্র-জনতা। এ সময় ৩২ নম্বরের পাশের রাস্তা দিয়ে একটি ক্রেন যাচ্ছিল। বুলডোজার ভেবে আটকানো হয় ক্রেনটি। পরে সেই ক্রেন নিয়ে আসা হয় বাড়িটির সামনে। এ সময় উচ্ছ্বাস প্রকাশ করেন তাঁরা। সেই ক্রেন দিয়েই বাড়িটি ভাঙার শুরু করা হয়।

এ দিন নাম প্রকাশ না করার শর্তে এক যুবক বলেন, ‘এই মাটিতে স্বৈরাচারের কোনো চিহ্ন থাকবে না। আগামী প্রজন্মের প্রতি দায়বদ্ধতা থেকে এসেছি, আমরা এটি নিশ্চিত করতে চাই আওয়ামী লীগের জন্য কোনো কিবলা অবশিষ্ট রাখব না।’হাইকোর্টের সামনে কঠোর অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। ছবি: হাসান রাজা

হাইকোর্টের সামনে কঠোর অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

দেওয়ালের ইট খুলে হাতে নিয়ে যাচ্ছিলেন সৈয়দ রিফাত নামের এক ব্যক্তি। এ সময় তিনি বলেন, ‘ফ্যাসিবাদের ধ্বংসস্তূপের প্রমাণ রেখে দেওয়ার জন্য এই ইট রাখলাম। এরপরও যদি আওয়ামী লীগ, ছাত্রলীগের কেউ ফিরে আসার কথা বলে, এই ইট তার কপালে যাবে।’

এর আগে ছাত্র-জনতার আন্দোলনের মুখে দেশ ছেড়ে ভারতে আশ্রয় নেওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার লাইভে বক্তব্য দেওয়ার ঘোষণা নিয়ে উত্তেজনার মধ্যে বাংলাদেশকে ‘ফ্যাসিবাদের তীর্থভূমি’ মুক্ত করার ঘোষণা দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। এর কয়েক ঘণ্টার মধ্যে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে দলে দলে লোক এসে ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়িতে হামলা ও ভাঙচুর চালানো শুরু করে।

বুধবার সন্ধ্যা সাড়ে ৬টায় নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে হাসনাত আব্দুল্লাহ লেখেন, ‘আজ রাতে বাংলাদেশ ফ্যাসিবাদের তীর্থভূমি মুক্ত হবে।’হাইকোর্টের সামনে কঠোর অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। ছবি: হাসান রাজা

হাইকোর্টের সামনে কঠোর অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

এরপর রাত ৮টার দিকে লোকজন স্লোগান দিয়ে ৩২ নম্বরের গেট ভেঙে ভেতরে ঢুকে পড়েন। তাঁরা বাড়ির সর্বত্র উঠে ভাঙচুর চালানো শুরু করেন।

সরেজমিন দেখা যায়, বাসাটির গেটসহ বিভিন্ন ভাঙা অংশ পড়ে আছে। কিছু কিছু জায়গায় আগুন জ্বলতে দেখা যায়। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আবক্ষ ম্যুরাল ভাঙতে দেখা যায় একজনকে। অনেকেই বিভিন্ন তলায় ও ভবনের ছাদে উঠেছেন; লাঠিসোঁটার পাশাপাশি কারও কারও হাতে জাতীয় পতাকা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button