ঠাকুরগাঁওয়ে নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীসহ গ্রেপ্তার ১৫

ঠাকুরগাঁওয়ে পুলিশের নিয়মিত অভিযানে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ ও যুবলীগসহ ১৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শনিবার রাতে জেলা সদরসহ পাঁচ উপজেলার বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
ঠাকুরগাঁও পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম (পিপিএম)বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে ও বৈষম্যবিরোধী আন্দোলনে করা বিস্ফোরক দ্রব্য আইনের মামলাসহ অন্যান্য মামলায় পুলিশের নিয়মিত অভিযানে তাদের গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন-সদর উপজেলার ভেলাজান এলাকার মৃত ইব্রাহিমের ছেলে শামছুল হক (৫০), দেহন গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে শাহাদৎ আলী (৪৭), দানার হাট এলাকার গোলাম রব্বানীর ছেলে মেহেদী হাসান (২৫), হরিনারায়নপুর (মাস্টারপাড়া) গ্রামের মৃত নুরুল হকের ছেলে আব্দুল আউয়াল (৫২), পীরগঞ্জ থানার পশ্চিম রঘুনাথপুর (মাস্টার মোড়) গ্রামের মৃত জিয়াউর রহমানের ছেলে ঋত্বিক রোশন রাব্বি (২০),সনগাঁও এলাকার মো. আনসার আলীর ছেলে সাগর আলী (২২), রুহিয়া থানার ১৪নং রাজাগাঁও আসাননগর গ্রামের মৃত-রফিজ উদ্দিন সরকারের ছেলে তাহেরুল ইসলাম (৪৮),কশালগাঁও এলাকার মো. অসিব উদ্দিনের ছেলে সাদেকুল ইসলাম (৪০), রানীশংকৈল থানার বন্দর চৌরাস্তা এলাকার বিষ্ণু বসাকের ছেলে স্বাধীন বসাক (৩০) ও দোশিয়া এলাকার ইসলাম উদ্দিনের ছেলে যুবলীগ সদস্য লুৎফর রহমান (৪৮), বালিয়াডাঙ্গী থানার বড়বাড়ি রুপগঞ্জের মৃত আব্দুল হাকিমের ছেলে সাজিদুর রহমান (সাজিদ) (৩৬),একই এলাকার মৃত আব্দুর রহমানের ছেলে জয়নুল হক (৪৩), আমজানখোর মমিনটলা গ্রামের মৃত জের মোহাম্মদের ছেলে মো. শাহেদ আলী (৫৫),বোবরা এলাকার শামসুদ্দিন মিয়ার ছেলে জিন্নাহ আলী (৩৬), বড়বাড়ী বুধু মেম্বার পাড়ার মো. রশিদুল হকের ছেলে মাহাবুব আলম ও বুধু আলম (৪৫)।
পুলিশ সুপার আরও জানান, জনগণের নিরাপত্তায় পুলিশ সর্বদা সজাগ রয়েছে।