নাটক-ছিনেমাবিনোদনমিডিয়া

সাকিব সিদ্দিকী ও শান্তির প্রেম! নির্মাতা জুয়েলের “হারজিত”

জীবনের জটিলতা আর সম্পর্কের নানা রঙ নিয়ে জে জে ফিল্মসের ব্যানারে ভালোবাসা দিবস উপলক্ষে নির্মিত নতুন নাটক ‘হারজিত’। জীবনের টানাপোড়েন আর সম্পর্কের জটিলতায় ভরপুর এই নাটকে প্রধান চরিত্রে অভিনয় করেছেন সাকিব সিদ্দিকী ও শান্তি রহমান।

প্রযোজনায় রয়েছেন জে জে ফিল্মসের প্রযোজক আওলাদ চৌধুরী জয়। নাটকটি পরিচালনা করেছেন এমএইচ জুয়েল এবং গল্পের মূল ভাবনায় ছিলেন সাকিব সিদ্দিকী ও চিত্রনাট্য লিখেছেন পিকলু নীল।‘হারজিত’ শান্তি রহমানের প্রথম নাটক। অভিনয়ের মাধ্যমে নিজেকে প্রমাণের জন্য তিনি যে প্রস্তুত, তা ইতিমধ্যেই শুটিং ইউনিটে আলোচনার বিষয় হয়ে উঠেছে। তার বিপরীতে সাকিব সিদ্দিকীর শক্তিশালী অভিনয় নাটকটিকে আরও আকর্ষণীয় করে তুলবে বলে আশা নির্মাতাদের।সাকিব সিদ্দিকী আমাদের বলেন একটি ভিন্নধর্মী গল্পে কাজ করেছি যেখানে পরিবার,ভালবাসা, অ্যাকশন, থ্রিলার সব কিছুই আছে। সাকিব জানান শান্তি রহমানের এটা প্রথম কাজ এবং ওর সাথে আমার এটাই প্রথম জুটি, তবে শান্তি রহমানের সাথে কাজ করে ভাল লেগেছে। যেহেতু এটাই আমার প্রথম অ্যাকশন মুডে কাজ করা আশা করি আমার দর্শকদের কাছে ভাল লাগবে, অ্যাকশন মুডে কাজ আসলে কষ্টের তবে টিমের সবাই খুব সাপোর্ট করেছে আমাকে। আশা করি দর্শক খুব ভাল ভাবে নিবে নাটকটি কারন গল্পের ভিতর কে হেরেছে আর কে জিতেছে সেটা দর্শক রায় দিবে। এমনকি গল্পটার মূল ভাবনায় ছিলাম আমি এবং চিত্রনাট্য করেছেন পিকলু ভাই। আমার দর্শকদের জন্য শুভ কামনা রইলো আমার জন্য দোয়া করবেন অবশ্যই হারজিত দেখবেন। এমনটা ই আমাদের জানান জনপ্রিয় অভিনেতা সাকিব সিদ্দিকী। নাটকটি সম্পর্কে প্রযোজক আওলাদ চৌধুরী জয় বলেন, হারজিত ব্যতিক্রম ধাঁচের গল্প। আমরা চেষ্টা করেছি এমন একটি নির্মাণ উপহার দিতে, যা দর্শকদের হৃদয় ছুঁয়ে যাবে।নাটকটিতে আরও অভিনয় করেছেন আনোয়ার শাহী, আশা মজিদ রোজি, শ্রাবণী, নাহিয়ান, জিহাদ, নেয়ামত, মুন্তাছিরসহ অনেকে। প্রতিটি চরিত্র নাটকের গল্পে বৈচিত্র্য ও গভীরতা যোগ করেছে।

এদিকে, পরিচালক এমএইচ জুয়েল নাটকটি নিয়ে বলেন, “‘হারজিত’ এমন একটি গল্প, যেখানে জীবনের ছোট-বড় অনুভূতিগুলো মিশে রয়েছে। প্রতিটি চরিত্র আপনাকে ভাবাবে। আমরা নির্মাণে যত্নের কোনো কমতি রাখিনি।” নাটকটি ১৩ ফেব্রুয়ারী জে জে ফিল্মসের ইউটিউব চ্যানেলে মুক্তি প

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button