ইসলাম ধর্ম

এমন পাঁচটি আমল যা করলে শত কঠিন দোয়াই হোক আপনার দোয়া কবুল হবেই ইনশাআল্লাহ

এমন পাঁচটি আমল যা করলে শত কঠিন দোয়াই হোক আপনার দোয়া কবুল হবেই ইনশাআল্লাহ

এই আমল গুলো হল:
১.তাহাজ্জুদ
২.ইস্তেগফার
৩.দূরুদ শরীফ
৪.দোয়া ইউনূস
৫. لا حول ولا قوه الا بالله.. (লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লাবিল্লাহ
★ এই পাঁচটি আমল করলে আল্লাহ সুবহানাহু তায়ালা আপনাকে সর্ব অবস্থায় সাহায্য করবেন। আপনি যত বড় বিপদে থাকুন না কেন আল্লাহ আপনাকে সাহায্য করবেন ইনশাআল্লাহ। শর্ত এই পাঁচটা আমল আপনাকে মন থেকে, হৃদয়ের অন্তর অন্তস্থল থেকে করতে হবে। এক্ষেত্রে যদি আপনি সত্যিই বিপদে থাকেন এবং মন থেকে এই আমল গুলো করেন তাহলে আল্লাহ আপনাকে কোনদিনও খালি হাতে ফিরাবেন না ইনশাআল্লাহ।

★ এই পাঁচটি আমল হলো:

১. প্রথমে তাহাজ্জুদে আপনি মন খুলে দোয়া করুন। তাহাজ্জুদ পড়বেন শেষ রাত্রে। নামাজের আধা ঘন্টা আগে তাহাজ্জুদ পড়বে এবং আধা ঘন্টা আগে দোয়া করবেন। তারমানে এক ঘন্টা আগে উঠতে হবে। দুই রাকাত বা চার রাকাত সালাত আদায় করুন। তারপর নামাজের পর মন খুলে দোয়া করুন।

২. তারপর ফজরের সালাত থেকে শুরু করে সূর্য ওঠার আগ পর্যন্ত ইস্তেগফার করুন। এর পুরো সময়টা ইস্তেগফারের সাথে লেগে থাকবেন। সারাদিন উঠতে বসতে চলতে ফিরতে যত পারবেন ইস্তেগফার করবেন।

৩. আর ইস্তেগফার এর মাঝে মাঝে আপনি দুরুদ শরীফ পড়বেন। মনে করেন আপনি ২০০/৩০০ ইস্তেগফার করলেন তার মাঝে ১০/২০/৩০/৫০ বার দুরুদ শরীফ পড়লেন।

৪. তারপর দোয়ায়ে ইউনূস টা বেশি বেশি পড়বেন। ইস্তেগফারের মাঝে মাঝেই দোয়া ইউনুস টাও পড়বেন। ধরুন আপনি ৭৫% ইস্তেগফার করছেন বাকি যেটা থাকবে মানে ২০% সেটা দোয়া ইউনুস দ্বারা পূর্ণ করুন। বাকি ৫% দুরুদ শরীফ পড়বেন।

৪. মানে ইস্তেগফার করবেন, তার মাঝে মাঝে দুরুদ শরীফ পড়বেন, তার মাঝে মাঝে দোয়া ইউনুস করবেন। ইস্তেগফার করবেন ৭৫% দুরুদ শরীফ পড়বেন ৫% বাকি ২০% দোয়া ইউনুস পড়বেন ( কেউ চাইলে একটু বেশি করেও কোনোটি করতে পারবেন)। এগুলোর ফাঁকে ফাঁকে لا حول ولا قوه الا بالله পড়বেন। এটা অনেক বেশি কাজ করে। যখনই আপনার অন্তরে কুধারণা আসবে যে আমার দোয়াটা কবুল হবে না বা এটা সম্ভব না কবুল হওয়া তখনই এটা বেশি বেশি পড়বেন।

৫. এভাবে যদি আপনি ননস্টপ তাহাজ্জুদ, ইস্তেগফার,দুরুদ শরীফ, দোয়া ইউনুস, لا حول ولا قوه الا بالله ،، এই আমল গুলো করতে পারেন তাহলে ১০০% গ্যারান্টি আল্লাহ আপনাকে তা থেকে উদ্ধার করবেন, আপনি যত বড় সমস্যায় থাকুন না কেন ইনশাআল্লাহ।

আল্লাহ আমাদের সকল কে এই আমলগুলোকে সঠিকভাবে করার তৌফিক দান করুন আমিন

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button