এক্সক্লুসিভরাজনীতি

চাঁদপুর সরকারি কলেজ ছাত্রদলের কমিটি নিয়ে দুই গ্রুপের সংঘর্ষে ৭ জন আহত হয়েছে।

মোঃ সোহেল রানা : শনিবার (১ মার্চ) বিকেলে চাঁদপুর শহরের জোড়পুকুর পাড় এলাকায় এ ঘটনায় আহত এক পথচারীকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়।

শনিবার বিকেলে চাঁদপুর জেলা ছাত্রদলের উদ্যোগে সব কলেজ ও মাদ্রাসা ইউনিটের কমিটি গঠন প্রক্রিয়ার ফরম বিতরণ ও কর্মী সম্মেলন চলাকালে চাঁদপুর সরকারি কলেজ কমিটিকে কেন্দ্র করে সংঘর্ষ হয়।

পুলিশ জানায়, শহরের রহমতপুর আবাসিক এলাকার ছাত্রদলের সাধারন সম্পাদক ইসমাইল পাটোয়ারীর গ্রুপ এবং গুয়াখোলা ছাত্রদলের সভাপতি ইমাম হোসেন গাজীর গ্রুপের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া হয়েছে। একপর্যায়ে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে।

ছাত্রদলের দুই গ্রুপের সংঘর্ষে পথচারী শাহ আলম বেপারীকে (৪০) কুপিয়ে ডান পা ও বাম হাতে আঘাত করা হয়।

চাঁদপুর সদর মডেল থানা অফিসার ইনচার্জ বাহার মিয়া বলেন, পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। ঘটনার সঙ্গে জড়িত দুজনকে আটক করা হয়েছে। তাদের রাজনৈতিক পরিচয় পাওয়া যায়নি। শহরে পুলিশী টহল বাড়ানো হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button